সেই নারীর পাশে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Spread the love

রাজশাহীর বাঘায় বি’য়ের প্রতিশ্রুতিতে গৃহবধূকে ধ’র্ষণে অন্তঃসত্ত্বা নারীর পা’শে যখন কেউ নেই, ত’খন তার পাশে দাঁড়িয়েছেন স্থানীয় সাংসদ ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। 

বিষয়টি নি’শ্চিত করেছেন উপজেলা মহিলা আওয়ামী লী’গের সভানেত্রী ফাতেমা মা’সুদ লতা।

শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে ওই না’রীর মেডিকেল চেকাপ করা হয়। চেকআপের ব্য’য়সহ আগামীতে তার খাওয়া-দাও’য়া এবং শিশু ভুমিষ্ট হওয়ার পর ওই বাচ্চাকে লা’লন-পালনসহ সব কিছুর ব্যয়ভার বহন করার দা’য়িত্ব নেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শা’হরিয়ার আলম।’

জানা গেছে, এ মাম’লার বাদী ভুক্তভোগী নিজেই। প্রা’য় ৬ থেকে ৭ মাস পূর্বে তার স্বা’মী দ্বিতীয় বিয়ে করে অ’ন্যত্র চলে যান। এরপর ওই নারীকে বি’য়ের প্রতিশ্রুতি দিয়ে তার সা’থে শারীরিক সম্পর্ক গড়ে তো’লে প্রতিবেশী মুদি দোকানী বাদ’শা আলম। ঘটনার এক পর্যায়ে মে’য়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। কি’ন্তু পরে বিয়ে করতে রাজি না হ’ওয়ায় নিরুপায় হয়ে ঘট’নার পাঁচমাস পর গত ২৯ সেপ্টেম্বর বাঘা থা’নায় একটি ধর্ষণ মামলা দায়ে’র করেন গৃহবধূ নিজেই। মা’মলার ৫ দিন পর অভিযুক্ত বা’দশা আলমকে গ্রেফ’তার করে পুলিশ। বর্ত’মানে তিনি কারাগারে র’য়েছেন।

বাঘা উপ’জেলা মহিলা আওয়ামী লীগের সভানে’ত্রী ফাতেমা মাসুদ লতা বলেন, ‘ভুক্ত’ভোগী এই নারীর খবরটি শো’নার আমি বিষয়টি চারঘা’ট-বাঘার অভিভাবক ও পর’রাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সাহেবকে অ’বগত করি। এরপর তিনি ও’ই নারীকে সহায়তার হাত বা’ড়ান।’

বাঘা থানা অফিসার ইনচা’র্জ (ওসি) নজরুল ইস’লাম জানান, অভিযোগে’র ভিত্তিতে আসামি বা’দশা আলমকে গ্রে’ফতার করা হয়েছে। মামলাটি বিচা’রাধীন।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »