ভোলায় কোষ্ট ট্রাস্ট,জলবায়ু ফোরামে করোনা প্রতিরোধ সচেতেনতা বৃদ্ধিতে মাইক প্রচারও লিফলেট বিতরণ।

সেপ্টেম্বর ১৭ ২০২০, ২২:২৭

Spread the love

আজবৃহস্পতিবার (১৭সেপ্টম্বর) কোস্ট ট্রাস্ট,সিএফটিএম জলবায়ুফোরামে উদ্যোগে আচরণ বদলাই, সুস্থ থাকি অন্যকেও সুস্থ রাখি শ্লোগানে ভোলা সদর উপজেলার ভোলা সদর বাজার, বাসস্ট্যান্ড, মাদ্রাসাবাজার, খেয়াঘাট, ব্যাংকের হাট বাজার, সমিতির হাট, পাকিশ্তান হাট, ভেলুমিয়া বাজারে জনগণকে প্রাণঘাতি করোনা ভাইরাস (কোভিড-১৯) সর্ম্পকে আরো সচেতন করতে মাইকিং ও লিফলেড বিতরণ করছে।যাদুপুর ৩টায় ভোলা সদর নতুন বাজার থেকেশুরু হয়ে বিভিন্ন হাট-বাজারে মাইকিং চলে সন্ধ্যা ৭টা র্পযন্ত।করোনা প্রতিরোধে চাই সকলরে সচেতনতায় প্রচারগাড়ীর ছিল বিভিন্ন ধরনের শ্লোগান সম্ভলিত ব্যানার ওপেষ্ঠুন।করোনায় আক্রান্ত ওমৃত্যু সংখ্যা আগের অবস্থানে থাকলেও মানুষরে মধ্যে সচেতেনতা একেবারে নেই বললিই চলে।তাই মানুষকে নতুন করে সচতেন করতে কোস্ট ট্রাস্ট তাদের মহৎতি উদ্যোগ হিসেবে আবার ও শুরু করনে প্রচার-প্রচারণা।মাইকপ্রচার কার্যে উদ্ভোধনে অংশগ্রহন করে বক্তব্য রাখনে ভোলা সঃউচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আল-মনির, ভোলা সদর উপজেলা জলবায়ু ফোরাম সভাপতি মোঃমোকাম্মেল হক মিলন, সদস্য মোহারুন-অর-রশিদ(শিমুল)।এছাড়া প্রচার কার্যে আরো অংশ নেন, সিএফটিএম প্রকল্পের একাউন্স অফিসার মোঃইব্রাহিম ও প্রোগ্রাম অফসিার রাজিব ঘোষ প্রমুখ।
ভোলা সঃউচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আল-মনির বলেন করোনা ভাইরাস একটি মহামারি ব্যাধি আমাদরে অবশ্যই সবসময় স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে। নাহলে আমারা যে কোনো সময় যে কেউ আক্রান্ত হতে পারি।আমাদরে পরিবারে লোকজন আক্রান্ত হতে পারে।
ভোলা সদর উপজলো জলবায়ু ফোরাম সভাপতি মোঃমোকাম্মলে হক মিলন বলেন, স্বাস্থ্য সচেতন নাহলে আমাদরে আগামী শীতে করোনা আরও ভয়ানক রুপনিকত পারে। তাই সকলকে মাস্ক পরতে হবে, দূরত্ব বজায় রেখে চলতে হবে। করোনার লক্ষ্য দেখা দিলে আলাদা থাকলে হতে, করোনা পরিক্ষা করা হতে হবে। এটা কোস্ট ট্রাস্ট ও জলবায়ু ফোরামরে জনর্স্বাথে প্রচারণা।
জলবায়ু ফোরাম সদস্য, মোঃহারুন-অর-রশিদ (শিমুল) বলেন আচরণ বদলাই, সুস্থ্যথাকি, অণ্যকে ও সুস্থ রাখি। নিয়মিত মাস্ক পরতে হবে, ঘনঘন সাবান পানি দিয়ে হাত ধুতে হবে। নিয়মিত ব্যায়াম করতে হবে। করোনার লক্ষণ দেখা দিলে ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে। আমরা সচেতন নাহলে করোনা আরো অনকেরে মৃত্যুর কারণ হতে পারে। তাই নিজেরা সচেতন হই, অন্যকে সচেতন কার।
প্রচার কর্যের উদ্ভোধনের পর জলবায়ু ফোরামের পক্ষ হতে উপজলো নির্বাচণ অফিসার মোঃমিজানুর রহমান, পোস্ট মাস্টার মোঃশাহাবুদ্দিন সোহেল, চর আনন্দ মফিজিয়া দাখিল মাদ্রাসা সুপার মোঃকবলায়েত হোসেন, ডাকবিবাগী ভোলা ও লালমোহনের পরিদর্শক মোঃইমরান হোসেন, নতুন বাজারস্ত তিতাস মেডিকেলের মালিক মোঃবজলুর রহমান, ভোলা আওয়ামী মুক্তি যোদ্ধাপ্রজন্মলীগ সম্পাদক, আনোয়ার পাশা ও ভোলা জলো কৃষকলীগ সভাপতি, আল-মামুন সহ স্থানীয় জনগনরে মাঝে লিফলেড বিতরণ করা হয়।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »