চরফ্যাশন (ভোলা) প্রতিনিধিঃ চরফ্যাশনে বিয়ের ২ মাস পর ঝুমুর খাতুন (১৯) নামে অন্তঃসত্ত্বা এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানাপুলিশ।
বৃহস্পতিবার (১ এপ্রিল) দুপুরে ওই যুবতীর পিতার বাড়ি থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। মৃত ঝুমুর খাতুন চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার হাজারীগঞ্জ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের হারুন মোল্লার মেয়ে এবং একই এলাকার মো. জুয়েলের দ্বিতীয় স্ত্রী।
এলাকা সূত্রে জানা যায়, ঝুমুরের সঙ্গে জুয়েলের প্রায় দুই বছর ধরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কের এক পর্যায়ে তাদের শারীরিক সম্পর্ক হলে ছয় মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে ঝুমুর। পরে বিয়ের জন্য ঝুমুরের পরিবার জুয়েলকে চাপ দিলে স্থানীয়দের সহযোগিতায় ২ মাস আগে জুয়েলের সঙ্গে বিয়ে হয় তার।
বিয়ের পর থেকে তাদের দাম্পত্য জীবনে বনিবনা না থাকার কারণে ওই যুবতী আত্মহত্যা করতে পারেন বলে ধারণা স্থানীয়দের।
শশীভূষণ থানার উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন জানান, মৃতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।