ব্যাংকে আস্থাহীনতা
মাসিক স্কীমে এনজিও আস্থা বাড়ছে
ডিসেম্বর ২৬ ২০২৪, ১৯:৪৮
মাসিক স্কীমে এনজিও ঝুঁকছেন অনেকে
দেশের কিছু মানুষের অন্যতম আয়ের মাধ্যম হচ্ছে মাসিক অথবা ত্রৈ-মাসিক সঞ্চয় স্কীম যেখানে তারা এক লাখ থেকে উপরের যে কোনো পরিমান টাকা জমা রাখের বিপরীতে গ্রহন মাসে বা তিন মাস অন্তর অন্তর মুনাফা তুলে নেন। এটি মুলত পোস্ট অফিস ও বাংলাদেশ ব্যাংক সঞ্চয় স্কীমের উপর সঞ্চয় পত্র নামে ছিলো। যেখানে সবাই টাকা রাখত এবং বিভিন্ন ব্যাংকেও মানুষ এরকম এক কালিন সঞ্চয় রাখে কিন্তু পোষ্ট অফিসের সেবার মান ও বিভিন্ন ব্যাংকের হয়রানি ও অধিক ট্রাক্স কর্তনের কারণে এখন অনেকেই এনজিওকে বেছে নিচ্ছেন ফলে এনজিওতে মানুষ এরুপ সঞ্চয় রাখছেন এবং নিরাপদ মনে করছেন।
বিবিএসের জরিপের তথ্য মতে, নগরের ঋণগ্রহীতাদের মধ্যে ৬৪ দশমিক ৩০ শতাংশ ঋণ করেন এনজিও থেকে, যেখানে বাংলাদেশ কৃষি ব্যাংক থেকে ঋণ নেয় মাত্র ০ দশমিক ৭৯ শতাংশ মানুষ।
কোথাও না গিয়ে কিংবা নির্দিষ্ট সময়সীমার ভেতরে কিস্তি পরিশোধের ঝামেলা এড়িয়ে যেকোনো সময় যেকোনো স্থান থেকে সবচেয়ে সহজে, দ্রুত ও নিরাপদে ক্ষুদ্রঋণ ও সঞ্চয়ের কিস্তি পরিশোধে স্বাচ্ছন্দ্য এনেছে বিকাশ।
এখন দেশের শীর্ষ ৩২টি এনজিওর ২ কোটিরও বেশি গ্রাহকের ক্ষুদ্রঋণ ও সঞ্চয়ের কিস্তি সহজেই পরিশোধের সুযোগ তৈরি হয়েছে বিকাশ-এর মাইক্রোফাইন্যান্স পেমেন্ট সেবার মাধ্যমে।