নাট্যমের সাধারণ সভা অনুষ্ঠিত

Spread the love

নাট্যমের সাধারণ সভা অনুষ্ঠিত; বাসুদেব ঘোষ সভাপতি, তরুণ দাসমুন্সী সাধারণ সম্পাদক 

বরিশালের অন্যতম নাট্য সংগঠন নাট্যমের বার্ষিক সাধারণ সভা আজ সন্ধ্যে ৭ টায় সভাপতি বীর মুক্তিযোদ্ধা এনায়েত হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সাংগঠনিক আলোচনায় সদস্যবৃন্দ অংশগ্রহন করেন। নির্বাচন কমিশনার অধ্যক্ষ তপংকর চক্রবর্তীর পরিচালনায় নির্বাচন অনুষ্ঠিত হয়। বাসুদেব ঘোষ  কে সভাপতি, তরুণ দাসমুন্সী  কে সাধারণ সম্পাদক করে সতের সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদ গঠন করা হয়।
নবনির্বাচিত কমিটির সকলের প্রতি অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা এবং ভালোবাসা জানিয়েছেন সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ।
ছবিতে: সভাপতি বাসুদেব ঘোষ ও সাধারন সম্পাদক তরুন দাস মুন্সী
কার্যকরী পরিষদ (২০২৩-২০২৪)
সভাপতি : বাসুদেব ঘোষ
সভাপতি মন্ডলীর সদস্য :
(১) মাসুদুর রহমান
(২) গোপাল কৃষ্ণ গুহ রিপন
(৩) পংকজ ঘোষ
সাধারণ সম্পাদক : তরুণ দাসমুন্সী
সহ-সাধারণ সম্পাদক : রফিকুল ইসলাম লিংকন
সাংগঠনিক সম্পাদক : অপূর্ব দাস আপু
কোষাধ্যক্ষ : পলাশ ঘোষ
অনুষ্ঠান বিষয়ক সম্পাদক : প্রদীপ মিত্র
প্রচার ও প্রকাশনা সম্পাদক : ইমরান আহম্মেদ শাকিল
কর্মশালা বিষয়ক সম্পাদক : অনুসূয়া কর্মকার মৌ
দপ্তর সম্পাদক : সিফাতুর রহমান
সদস্য :
(১) কামরুল আহসান
(২) বিপুল বিহারী হালদার
(৩) রেজাউল পারভেজ রাসেল
(৪) এলবার্ট বললব রিপন
(৫) জহিরুল ইসলাম  https://www.facebook.com/profile.php?id=100041474611673
ছবি: তরুন দাস মুন্সীর ফেসবুক থেকে সংগৃহীত

বরিশাল সমন্বয় পরিষদের ১৪৩০ কমিটি ঘোষণা

https://www.youtube.com/watch?v=eXZyBLC_hLk&t=13s



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »