আইতে নদী যাইতে খাল গানের গীতিকার ও সুরকার

Spread the love

আইতে নদী যাইতে খাল গানের গীতিকার ও সুরকার

জনপ্রিয় গান আইনে নদী যাইতে খাল মোগো বাড়ি বরিশাল গানের রচয়িতা বাংলাদেশ বেতার বরিশাল কেন্দ্রের কন্ঠ শিল্পী মো: জহিরুল ইসলাম, তিনি একাধারে বাংলাদেশ বেতারের সুরকার/সংগীত প্রযোজক।

গানের লিরিক্স

ধান নদী আর খাল, মোগো বাড়ি বরিশাল
মোগো দাদায় চহিদার, মোরা আইনের লোক ( ৩)

মোরা সৎ পথে চলি মোরা সত্য কথা বলি
মোরা আইন মাইন্না চলি, মোরা ন্যায়ের কথা বলি
হেইয়ার লইগ্গা মোরা বোলে কারোরে না ডরি
————আইনের লোক, মোরা আইনের লোক ।

মোগো আছেন আনেক জ্ঞানী, মোগো আছে অনেক গুনী
মোগো আছে মাছের ক্ষণি, আছে দিগন্তের হাতছানি
ধান, নদী, খাল-বিলে স্বপ্নের ছবি বুনি ।
————আইনের লোক, মোরা আইনের লোক ।

মোগো আছে গ্যাসের ক্ষণি, মোগো আছে নদীর ক্ষণি
মোরা বাংলা ভ্যনিস জানি, মোরা মানি লোকদের মানি
শে-র-ই বাংলা আছে মোগো, সে চোখোর মনি

মোরা সকল তথ্য জানি, মোরা আইনের শাসন মানি
মোগো আলতাফ হোসেন, আব্দুল লতিফ বাংলা গানের ক্ষণি
কামিনি রায়, সুফিয়া কামাল, জীবনান্দ দাস অনেক দামি
—– আইনের লোক, মোরা আইনের লোক ।

তাল, নারিকেল-সুপারি বাগান থেকে পাইড়া আনি
আমড়া, তরমুজ, পেয়ারা, খাইয়া রাজু মাতওয়ারা
কুয়ায়াকাটার লাইগা লোকে বলে মোগো ধনী

————আইনের লোক, মোরা আইনের লোক

মোর দাদায় চহিদার; মো: জহিরুল ইসলাম

 

https://www.youtube.com/watch?v=kmcBhMz6MWc



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »