এনজিও কথন

কঠিন সময় পার করছে এনজিও কর্মীরা

Spread the love

কঠিন সময় পার করছে এনজিও কর্মীরা

 

দেশের অর্থনৈতিক অবস্থার কারলে কঠিন সময় পার করছেন এনজিও কর্মীরা। ঋণ প্রদানের চাহিদা ও আদায় টার্গেট নিয়ে প্রতিনিয়ত তারা মাঠ পর্যায়ের সদস্যদের সাথে অন্যদিকে অফিসের কর্তাদের সাথে সমন্বয়ে কঠিন সময় পার করছেন।

নাম প্রকাশ না করার উদ্দেশ্যে এক কর্মী জানান: বর্তমানে একএকজন সদস্য একাধিক এনজিও থেকে ঋণ নিচ্ছেন, একটির টাকা দিয়ে আরেকটির টাকা শোধ করছেন। দিন দিন তারা ঋণে জর্জরিত হচ্ছে আবার কেউ কেউ ব্যবসার মন্দার কারণে খেলাপি হতে চলছে কিন্তু অফিস তো বকেয়া মানতে চায়না তাই প্রতিনিয়ত সদস্যদের সাথে খারাপ সম্পর্ক হয়ে যাচ্ছে।

যদিও এনজিও ঋনের কারণে দেশের অর্থনৈতিক চাকা সচল আছে  এ কথা অস্বিকার করার সুযোগ নেই। মানুষ খুব সহজে এনজিও ঋন পাওয়ায় এনজিওর কাছেই টাকা নিতে স্বাচ্ছন্দবোধ করে।

তবে এখন সময় এসেছে সদস্যদের জন্য ট্রাকিং সিস্টেম করার না হলে দিন দিন একাধিক এনজিও থেকে ঋন নিয়ে ঋণের বোঝার জন্য অসন্তষ্ট তৈরী হতে পারে।

সামনে ঈদ এই ঈদে অনেকে নতুন ঋণ নিয়ে থাকেন বেচা বিক্রি ভালো হলে টাকা ফেরৎ দিতে পারবেন না হলে আরো সমস্যায় পরবে সদস্যরা।

ক্ষুদ্র ঋণ কার্যক্রমে বকেয়া আদায়ের ভুল কৌশল

https://www.youtube.com/watch?v=XQTGCGvgpbw&t=1779s

 



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »