খুটাখালী থেকে ২৬ কেজি গাঁজাসহ নারী আটক

Spread the love

খুটাখালী থেকে ২৬ কেজি গাঁজাসহ নারী আটক

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালীতে অভিযান চালিয়ে ২৬ কেজি গাঁজাসহ নুর নাহার নামের এক নারী মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব। র‌্যাব-১৫ কক্সবাজারের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত ৪ জুলাই উপজেলার খুটাখালী ইউনিয়নের মেধাকচ্ছপিয়াস্থ কক্সবাজার- চট্টগ্রাম মহাসড়কের উপর মাদক বিরোধি বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে।

এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পেয়ে অপর মাদক কারবারি পালিয়ে গেছে। তবে আটককৃত নারীর দেহ ও সাথে থাকা প্লাষ্টিকের বস্তা তল্লাশী করে ২৬ (ছাব্বিশ) কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত নূর নাহার (৪০) কক্সবাজার সদর উপজেলার লাইট হাউস এলাকার মোঃ ছৈয়দের কন্যা। আটককৃত মাদক কারবারী নুর নাহার জানায়, সে এবং পলাতক ব্যক্তি দীর্ঘদিন যাবত মাদক কারবারের সাথে জড়িত। তারা পরস্পর যোগসাজসে বিভিন্ন পন্থায় গাঁজাসহ অন্যান্য মাদক অবৈধভাবে পার্শ্ববর্তী সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে মজুদ করে থাকে। পরবর্তীতে আইন-শৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে অভিনব কায়দায় উক্ত মাদকদ্রব্য বিভিন্ন স্থানে বিক্রয় করে। উদ্ধারকৃত গাঁজাসহ ধৃত নারী মাদক কারবারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে চকরিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

 

পিকাপে কেড়ে নিলো এনজিও কর্মীর প্রাণ

ধর্ষণে অন্তঃসত্ত্বা এনজিও কর্মী

https://www.youtube.com/watch?v=eXZyBLC_hLk&t=13s



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »