প্রয়োজন সরকারি ও বেসরকারি উদ্যোগ গ্রহন
করোনায় চাকুরির ঝুঁকিতে আছেন এনজিও কর্মীরা
ফেব্রুয়ারি ১৪ ২০২১, ২২:০৩
আজকের ঝলক নিউজ :
করোনার কারণে আন্তর্জাতিক অর্থনীতি বেশ প্রভাব পড়েছে । সে ক্ষেত্রে বাংলাদেশে করোনা মারাত্তক প্রভাব না ফেল্লেও ইতিমধ্যে বেশ কিছু মানুষ কর্ম হারিয়ের বেকার হয়ে পড়েছেন । দেশের গ্রামীণ অর্থনীতি চালু রাখতে এনজিও বেশ ভূমিকা রাখছে । করোনার কারণে এনজিওদের ঋণের কিস্তির টাকা ঠিক মত আদায় না হওয়ায় অনেক কর্মী বিপাকে পড়েছেন । করোনা চলাকালীন অনেক এনজিও কোনো প্রকার বেতন ভাতা প্রদান করেনি । অনেক এনজিও অর্থেক বেতন দিয়েছেন । মুষ্টিমেয় এনজিও লক ডাউনেও বেতন অব্যহত রেখেছেন ।এনজিও কর্মীদের জন্য চাই সমতা ও নায্যতা; প্রয়োজন জিও-এনজিও উদ্যোগ
করোনার বর্তমান পরিস্থিতিতেও অনেক এনজিওর কিস্তির টাকা সঠিকভাবে আদায় না হওয়ায় বিপাকে আছেন এনজিও কর্মীরা । অনেক এনজিওতে মাস শেষে বকেয়া পড়লে বেতন থেকে সমন্বয় করতে হয় বিধায় বেতন নিয়ে ঘিরে ফিরতে পারেন না এনজিও কর্মীরা ।
এদিকে আশার স্কুল প্রোগ্রাম বন্ধ হয়ে যাওয়ার কারনে সেই প্রকল্পের সবাই বেকার হয়ে পড়েছেন । আরো জানতে পড়ুনআশা এনজিওর শিক্ষা কার্যক্রম বন্ধে ১২৫০ জন আশা হারিয়ে বেকার
শুধু আশা নয় রহিঙ্গাদের অঞ্চল ছাড়া বাংলাদেশের বাকি জেলাগুলোতে দাতা সংস্থার প্রকল্প কমে যাওয়ায় বেকার হয়ে পড়েছেন বেশ এনজিও কর্মীরা । তাই এনজিও কর্মীদের ঝুঁকি ভাতা ও সহজ শর্তে ঋনের ব্যবস্থা করা খুবই জরুরী ।
https://www.youtube.com/watch?v=WGVjKqK_Rpw&list=RDWGVjKqK_Rpw&start_radio=1