বোদায় ট্রাক্টর-থ্রীহুইলার সংঘর্ষে নারী নিহত, আহত-৩
মার্চ ১৫ ২০২১, ২২:৫৯
বোদায় ট্রাক্টর-থ্রীহুইলার সংঘর্ষে নারী নিহত, আহত-৩
মো.সফিকুল আলম দোলন,প্রতিনিধি,পঞ্চগড় ঃ পঞ্চগড়ের বোদায় ট্রাক্টর-থ্রীহুইলার মুখোমুখি সংঘর্ষে সুফিয়া (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। রবিবার বিকালে বোদা বাইপাস মোড়ে ওই দূর্ঘটনাটি ঘটে।দূর্ঘটনার আরো ৩ জন যাত্রী গুরুতর আহত হয়েছে। আহতরা হলেন নিহতের স্বামী রইসুল (৭০), দুলু সরকার (৬০), জসিম (৪০)।
নিহত সুফিয়ার বাড়ী উপজেলার মীরপাড়া গ্রামে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দেবীগঞ্জ থেকে বালুবাহী একটি ট্রাক্টর অপরদিকে দেবীগঞ্জ গামী থ্রী হুইলার বোদা বাইপাস মোড়ে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষে যাত্রীবাহী থ্রিহুইলারটি রাস্তার পাশে খাদে পড়ে যায়।
খবর পেয়ে বোদা ফায়ার সার্ভিসের একটি দল এসে উদ্ধার শুরু করলে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয় এবং গুরুতর আহতদের উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কত্যর্বরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বোদা থানার ওসি আবু সাঈদ চৌধুরী দূর্ঘটনায় নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ।
মো.সফিকুল আলম দোলন,প্রতিনিধি,পঞ্চগড়
https://www.youtube.com/watch?v=WGVjKqK_Rpw&list=RDWGVjKqK_Rpw&start_radio=1