কোনো মামলা না করার শর্তে আবেদন করলে নিহতের লাশ পরিবারে
চরফ্যাশনে ট্রাক্টরের চাপায় প্রাণ গেলো পান বিক্রেতার
মার্চ ০৫ ২০২১, ২১:২৩
চরফ্যাশনে ট্রাক্টরের চাপায় প্রাণ গেলো পান বিক্রেতার
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: শুক্রবার (৫মার্চ) সকাল সাড়ে ৯টায় উপজেলার আসলামপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড ওলিবয়াতীর দোকান সংলগ্ন এলাকায় ফ্যাসন ব্রিক্স ফিল্ড থেকে ট্রাক্টরে করে ইট নেয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের পান বিক্রেতা নাছির (৭০) কে চাপা দিলে ঘটনাস্থলেই ওই ব্যক্তি নিহত হয়।
চরফ্যাশন থানার এসআই পনির খান জানান, ৯নং ওয়ার্ডের বাসিন্দা ফজর আলী শিকদারের ছেলে নাছির পান বিক্রেতা ছিলেন। রসুলপুর ইউনিয়নের আবদুল মান্নানের ছেলে ট্রাক্টর চালক আনোয়ার হোসেন ইট নিয়ে বেড়িবাঁধে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পান বিক্রেতা নাছিরের দোকানে চাপা দিলে নাছির গুরুতর আহত হয়।
এসময় স্থানিয়রা তাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক নাছিরকে মৃত ঘোষনা করেন।
চরফ্যাশন থানার ওসি মনির হোসের বলেন, নাছিরের স্ত্রী মনোয়ারা বেগম কোনো মামলা না করার শর্তে আবেদন করলে নিহতের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়