বিড়ালের বাচ্চা নিয়ে ঝগড়া দুই শিশুর প্রাণ গেল বৃদ্ধের

ডিসেম্বর ১২ ২০২০, ০১:০৬

Spread the love

বরিশালের পটুয়াখালীতে একটি বিড়ালের বা’চ্চা নিয়ে দুই শিশুর মধ্যে ঝগড়ার জের ধরে তাদের অভিভাবকদের মাঝে সংঘর্ষে আহত হয় এক বৃদ্ধা পরে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেলে আনা হয় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ওই বৃ’দ্ধা। বৃহস্পতিবার রাতে আলতাফ খান (৬০) নামে ওই বৃদ্ধের মৃত্যু হয়। আলতাফ খান পটুয়াখালী সদর উপজেলার হাজিখালী গ্রামের মৃত হরমুজ খানের ছেলে।

বৃদ্ধার স্বজনরা আজকের ঝলকে জানান, আলতাফ খানের ভাইয়ের স্ত্রী মরিয়ম বেগমের ঘরে গত সো’মবার প্রতিবেশী এক পরিবারের একটি বিড়ালের বাচ্চা আসে তার ঘরে। ওই বিড়ালের বাচ্চাটি প্রথমে ম’রিয়মের সাত বছর বয়সের শিশুপুত্র তার কাছে রাখতে চায়। আবার আলতাফের ৮ বছর বয়সী ছেলেও বিড়ালের বাচ্চাটি তাদের ঘরে নিয়ে যেতে চায়। এ নিয়ে দুই শি’শুর মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে আলতাফ খানের শিশুপুত্র মরিয়মের শিশুপুত্রকে থাপ্পর মারে। এতে ক্ষিপ্ত হয়ে মরিয়মও আলতাফ খানের ছেলেকে একটা অবস্থায় মারধর করে।

এ নিয়ে পরদিন মঙ্গলবার সকালে মরিয়ম ও আলতাফ খানের মধ্যে প্রচুর ঝগড়া এবং এক পর্যা’য়ে মারামারি হয় তাদের। এ সময় মরিয়ম মাটিকাটা কোদাল দিয়ে আলতাফের মাথায় আঘাত করে। এতে র’ক্তাক্ত জখম হয় আলতাফ। আলতাফ সম্পর্কে মরিয়মের ভাসুর হয়। হামলায় গুরুতর আহত আলতাফকে প্রথমে পটুয়া’খালী সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ওইদিন বিকেলে তাকে ভর্তি করা হয় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। সে’খানে দুই দিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার রাতে আলতাফ খান মারা যান।

শুক্রবার দুপুরে হাসপাতাল মর্গে ম’য়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন মেডিকেলে কর্তব্যরত পুলিশ সদস্য শফিকুল ইসলাম।

পটুয়াখালী সদর থানার ওসি আক্তার মোর্শেদ জানান, ঘটনা জানার পর তিনি নি’হত আলতাফের বাড়িতে গিয়েছিলেন। মরিয়ম বেগম আত্মগোপন করেছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেন ওসি।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »