বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে চরফ্যাশন আ’লীগের বিক্ষোভ

ডিসেম্বর ০৮ ২০২০, ০০:০৩

Spread the love
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধিঃ স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠাতা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে চরফ্যাশন উপজেলা আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা  আওয়ামীলীগের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি পৌর সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ফ্যাশন স্কয়ারের শহীদ মিনার চত্বরে গিয়ে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
এসময় পৌর আ’লীগের সাধারণ সম্পাদক মনির আহমেদ শুভ্র এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, পৌর মেয়র শ্রী বাদল কৃষ্ণ দেবনাথ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম মোরশেদ। বিক্ষোভ সমাবেশে উপজেলা আওয়ামীলীগ ও পৌর আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন৷
এসময় বক্তারা বলেন, সারা দেশে মুক্তিযুদ্ধ পক্ষের জনগণ বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে ঐক্যবদ্ধভাবে ভাস্কর্য বিরোধী শক্তিকে পরাজিত করবে৷
উল্লেখ্য,কুষ্টিয়ায় পৌরসভার তত্ত্বাবধানে ৩০ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন বঙ্গবন্ধু ভাস্কর্য গত শুক্রবার মধ্য রাতে ভাংচুর করে দুর্বৃত্তরা৷



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »