ধর্ষকের গ্রেফতারের দাবিতে অনশনে ঢাবির সেই শিক্ষার্থী
অক্টোবর ০৯ ২০২০, ০১:১৭

কোটা আন্দো’লনের নেতা হাসান আল মামুন ও ডাকসুর সাবেক ভি’পি নুরুল হক নুরের বিরুদ্ধে মামলা’কারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষা’র্থী অবিলম্বে ধর্ষণের সা’থে জড়িত অপরা’ধী ও পৃষ্ঠপোষকদের গ্রেফ’তারের দাবিতে রা’জু ভাস্কর্যের পাদ’দেশে অনশনে বসেছেন। বৃহ’স্পতিবার রাত সাড়ে আট’টা থেকে এই অন’শন শুরু করেন তি’নি। এ সময় এ’কাত্মতা জানিয়ে তার সা’থে অবস্থান নিয়ে’ছেন ছাত্রলীগের অ’ন্তত ২২ জন নেত্রী।
এর আ’গে গত ২০ সেপ্টেম্বর রাতে ধর্ষণ ও ধ’র্ষণে সহযোগিতার অভি’যোগ এনে রাজধা’নীর লালবাগ থানায় মা’মলা করেন তি’নি। এতে বাংলা’দেশ ছাত্র অধিকার পরিষ’দের আহবায়ক (ব’মানে সাময়িক অব্যাহতি’প্রাপ্ত) হাসান আল মামুনকে প্র’ধান আসামি এবং ডাকসুর সাবেক ভি’পি নুরুল হক নুরসহ ছয় জন’কে আসামি করা হয়। পরদি’ন একই বাদী কোতো’য়ালি থানায় ডিজিটাল নিরাপত্তা আ’ইনে মামলা করেন। তবে ১৭ দিন পার হ’লেও এসব মামলা কেউ গ্রেফতার না হওয়া’য় অনশনে বসেছেন মামলার বাদী।
বৃহস্প’তিবার রাতে আটটার দিকে’ রাজু ভাস্কর্যে অবস্থান নে’ন তিনি। পরে ‘ছাত্রলীগের বিভি’ন্ন ইউনিটের ২২ নেত্রী’ও তার সাথে একাত্মতা জানি’য়ে সেখানে অবস্থান নেন। তা’দের মধ্যে আছে’ন, ছাত্রলী’গের যুগ্ম-সাধা’রণ সম্পাদক বেনজি’র হোসেন নিশি, উপসাং’স্কৃতিক সম্পাদক তিলোত্ত’মা শিকদার, ঢাকা বিশ্ববি’দ্যালয় শাখার সহসভাপতি ফারজানা নি’পা, কুয়েত-মৈত্রী হল ছাত্রলীগের স’ভাপতি ফরিদা পারভীন, ইডেন কলে’জ ছাত্রলীগের সাবেক যুগ্ম-আ’হবায়ক জেরিন তাস’নীম পূর্ণিসহ অ’ন্যরা।
কর্ম’সূচির বিষয়ে মামলাকারী সেই শি’ক্ষার্থী বলেন, বর্তমানে ধ’র্ষণ এক’টা মহামারী আকার ধারণ ক’রেছে। আমি’ও এর ভুক্তভোগী। এর আ’গে লালবাগ, কোতো’য়ালী থানায় মামলা ক’রেছি। কিন্তু মামলার এখ’ন পর্যন্ত কোন আ’সামি গ্রেফতার না হওয়ায় আ’মার এই আমরণ অনশন ক’র্মসূচি। দ্রুততম সময়ে’র মধ্যে আসামি গ্রেফতা’রের জন্য আজকে আমা’র এই আ’মরণ অন’শন কর্ম’সূচি।
অনশনে’ একাত্মতা জানি’য়ে ছাত্রলী’গ নেত্রী তিলো’ত্তমা শিকদার ব’লেন, ভুক্তভোগী আ’মাদের বিশ্ববিদ্যালয়ে’র একজন ছা’ত্রী। সে অন’শন করছে। তাই তা’কে সাহস যোগানো’র জন্য, তার দাবি’র সাথে একাত্ম’তা জানিয়ে আম’রা তার পা’শে এসে বসে’ছি। দা’বি আদায় হওয়া প’র্যন্ত আমরা তার পা’শে থাকবো।