সাবেক সচিব শাহ আব্দুল হান্নানের ইন্তেকাল
জুন ০৩ ২০২১, ০৬:০৩
সাবেক সচিব শাহ আব্দুল হান্নানের ইন্তেকাল।
আজকের ঝলক নিউজ; নিজস্ব প্রতিবেদক:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সাবেক সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর, দুর্নীতি দমন ব্যুরোর সাবেক মহাপরিচালক, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সাবেক চেয়ারম্যান, দিগন্ত মিডিয়া করপোরেশনের চেয়ারম্যান, নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ট্রাস্টি, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান ও ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস এর চেয়ারম্যান বহু গুনের অধিকারী শাহ আব্দুল হান্নান স্যার গতকাল ইন্তেকাল করেছেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
উল্লেখ্য তিনি কিছুদিন আগে অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন।
গতকাল তাঁর প্রথম নামাজে নাজা বাদ যোহর ধানমন্ডি ঈদগাহ ময়দান ও বাদ আসর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হয়েছে।
আল্লাহ্ তাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করুন সেই দোয়া কামনা করছি। আমীন।