কোভিড টিকা গ্রহণে গুজবে কান না দেয়ার আহবান

ফেব্রুয়ারি ১৯ ২০২১, ০০:৫৭

Spread the love

অনন্যা অনু : নারায়ণগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম বলেছেন, মার্চ মাসের পর থেকে গত ১টা বছর আপনারা ভয়াবহ অবস্থা দেখেছেন। পরিবারের কোন সদস্যের মৃত্যু হলেও কেউ যেতো না। করোনার শ্বাসকষ্টের যে কষ্ট, যার হয়নি সে কখনো বুঝবে না। এ কষ্ট এতটা যন্ত্রণাদায়ক ছিলো যে, ‘মনেহতো এই বুঝি চলে যাবো উপরে।’ যেহেতু আমি প্রথম দিকে করোনায় আক্রান্ত হয়েছিলাম, সেহেতু আমি এ ষন্ত্রণাটা বুঝি। তাই আমি করোনা আক্রান্ত রোগীদের সর্বাত্মক সহযোগীতা করি। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে চাষাঢ়া ডনচেম্বার এলাকায় কোভিড-১৯ গ্রহণ ও উদ্বুদ্ধকরণ সংক্রান্ত জনসচেতনামূলক র‌্যালি ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। নারায়ণগঞ্জ সদর উপজেলা আনসার ভিডিপি কার্যালয়ের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, আনসার ভিডিপির সার্কেল অ্যাডজুট্যান্ট এসএম আনিসুর রহমান। ডা. জাহিদুল ইসলাম আরও বলেন, বিশ্বের অনেক দেশ যেখানে করোনার টিকা পায়নি। কেননা, করোনার টিকা বানানোর সাথে সাথে বড় বড় দেশ আগে নিয়ে যাচ্ছে। কিন্তু আমরা মাননীয় প্রধামন্ত্রীর দুরদর্শীতার কারণে এবং তার দক্ষতার কারণে তিনি আগেই আমাদের জন্য টিকার বুকিং দিয়েছিলেন। সেই টিকা এখন আমরা নিচ্ছি। এটা আল্লাহ্’র অশেষ রহমত। অনেক দেশ যেখানে টিকা পায়নাই, সেখানে বাংলাদেশ আমরা টিকা দিচ্ছি। আমরা এ জন্য প্রথমে আল্লাহ্’র নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এছাড়াও তিনি করোনার টিকা নেয়ার আহ্বান জানিয়ে বলেন, কোন গুজবে কান দিবেন না। এ করোনার টিকা সবাই নিবেন। এতে সামান্য জ্বর জ্বর ভাব ও শরীরে হালকা বেথার অনুভোব ছাড়া আর তেমন কোন প্রতিক্রিয়া নেই। তাই টিকা নেন, সুস্থ্য থাকুন। এরআগে, সকালে চাষাঢ়া ডনচেম্বার এলাকা থেকে কোভিড-১৯ গ্রহণ ও উদ্বুদ্ধকরণ সংক্রান্ত জনসচেতনামূলক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি চাষাঢ়া বিজয়স্তম্ভ ঘুরে পুনরায় সেখানে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ সদর উপজেলা আনসার ভিডিপি অফিসার (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) অজিত কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সদর উপজেলা প্রশিক্ষক খাইরুল আলম ও মহা পরিচালকের প্রতিনিধি আবু হানিফ সহ আনসার ভিডিপির অন্যান্য সদস্যরা।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »