বীরগঞ্জ পৌর নির্বাচনে ৫ মেয়র প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন
ডিসেম্বর ২১ ২০২০, ০১:৫৫
এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি- দিনাজপুরের বীরগঞ্জ পৌর নির্বাচনে রিটানিং অফিসার ও অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার দিনাজপুর এর কাছে ২০ ডিসেম্বর ৫ মেয়র প্রার্থী স্ব স্ব সমর্থক নিয়ে মনোনয়ন পত্র দাখিল করেছেন। এসময় উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটানিং অফিসার মোঃ নুর ই আলম উপস্থিত ছিলেন।
দিনাজপুরের বীরগঞ্জ পৌর নির্বাচনে ৫ মেয়র প্রার্থী পৌর আওয়ামীলীগের সভাপতি বর্তমান মেয়র মোঃ মোশারফ হোসেন বাবুল (সতন্ত্র প্রার্থী), সাবেক মেয়র মাওলানা মোঃ হানিফ (সতন্ত্র প্রার্থী), আ’লীগের প্রার্থী উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ নুর ইসলাম নুর (নৌকা প্রতীক), জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী মোঃ মোকারম হোসেন পলাশ (ধানের শীষ প্রতীক) ও ইসলামী আন্দলন বাংলাদেশ এর প্রার্থী মোঃ শাহ আলম প্রতিদন্দীতা করার লক্ষে মনোনয়ন দাখিল করেছেন।
সতন্ত্র প্রার্থী বর্তমান মেয়র মোঃ মোশারফ হোসেন বাবুল গত ২০১৯ সালে ১৫ এপ্রিল উপ নির্বাচনে পৌর আওয়ামীলীগের সভাপতি দলীয় মনোনয়ন না পেয়ে সতন্ত্র প্রার্থী হিসাবে মোবাইল প্রতীক নিয়ে নির্বাচন করে বিজয়ী হয়েছেন। এবারো তিনি সতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করছেন।
নৌকা প্রতীক নিয়ে আ’লীগের প্রার্থী উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ নুর ইসলাম নুর গত পৌর উপ নির্বাচনেও প্রতিদন্দী প্রার্থী ছিলেন।
নতুন মুখ মোঃ মোকারম হোসেন পলাশ ধানের শীষ প্রতীক নিয়ে জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী। তিনি ৫নং সুজালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যন মরহুম তজাম্মেল হক তজ মাষ্টারের পুত্র।
সতন্ত্র প্রার্থী সাবেক মেয়র জামায়াতের সাবেক উপজেলা আমীর মাওলানা মোঃ হানিফ পৌর মেয়র থাকা অবস্থায় পদত্যাগ করে ২০১৯ সালে উপজেলা নির্বাচনে অংশগ্রহন করায় পদটি শুন্য হয়ে উপ নির্বাচন অনুষ্ঠিত হয়।
বীরগঞ্জ পৌর শহরের ৯টি ওয়ার্ডে মোট ১৫ হাজার ৪৯৯ জন ভোটার রয়েছে। নির্বাচন আগামী ২০২১ সালের ১৬ই জানুয়ারী।
একই দিনে সংরক্ষিত মহিলা ১৩ জন এবং কাউন্সিলর পদে ১নং ওয়ার্ড’এ ৪ জন কাউন্সিলর, ২নং ওয়ার্ড’এ ৬ জন কাউন্সিলর, ৩নং ওয়ার্ড’এ ৫ জন কাউন্সিলর, ৪নং ওয়ার্ড’এ ৫ জন কাউন্সিলর, ৫নং ওয়ার্ড’এ ৩ জন কাউন্সিলর, ৬নং ওয়ার্ড’এ ৫ জন কাউন্সিলর, ৭নং ওয়ার্ড’এ ৫ জন কাউন্সিলর, ৮নং ওয়ার্ড’এ ৩ জন কাউন্সিলর, ৯নং ওয়ার্ড’এ ৫ জন কাউন্সিলর সহ মোট ৪১ জন প্রার্থী প্রতিদন্দীতা করছেন।