ওয়েষ্ট ইন্ডিজ দুর্বল প্রতিপক্ষ কিন্তু তাদের সাথে হেরে যাওয়ার ব্যাখ্যা কে দেবে ?

সহজ টেস্টে হারার জবাব কী ?

ফেব্রুয়ারি ০৮ ২০২১, ১৬:৪৭

Spread the love

ওয়েষ্ট ইন্ডিজ দুর্বল প্রতিপক্ষ কিন্তু তাদের সাথে হেরে যাওয়ার ব্যাখ্যা কে দেবে ?

সহজ টেস্টে হারার জবাব কী ?

আজকের ঝলক :

খেলা ডেস্ক : চট্রগ্রাম টেস্টে ওয়েস্ট ইন্ডিজ দলের কাছে হেরে যাওয়ায় নড়েচরে বসেছেন ক্রিকেট বোদ্ধারা । সমিকরণ খোঁজার চেষ্টা হরা হচ্ছে কেনো বাংলাদেশ একটি শক্তিশালী টিম হয়েও হেরে গেলো দুর্বল প্রতিপক্ষের কাছে । মুমিনুল অবশ্য স্বীকার করেছেন বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব দলে না থাকায় তার শূণ্যতা হারে হারে টের পেয়েছেন তিনি । প্রশ্ন হলো সাকিব একা আর কতদিন দলের পিছনে নিজেকে বিলিয়ে দিতে পারবেন তাহলে মাঠে কি সিদ্ধান্ত দেয়ার ক্ষেত্রে ঘাটতি রয়েছে ।http://www.tigercricket.com.bd/

ম্যাচের দিকে তাকালে দেখা যাবে রিভিউ নিতে সিদ্ধান্তহীনতায় ভুগেছেন লিটন দাস । ফিল্ডিং হয়েছে দুর্বল । ৫ দিনের ম্যচে বেশ ছন্দ ছাড়া মনে হয়েছে অনেক খেলোয়ারকে । তাহলে কি ফিটনেস একটি বিষয় । এশিয়ার মাটিতে এতো বড় রান তারা করে এর আগে কোনো দল টেস্ট জেতেনি ।

দেশের মাটিতে জয় হাতছাড়া হলো কি কারণে এর ব্যাখা কে দেবেন ? অধিনায়ক/কোচ/বিসিবি ? দিন শেষে ক্রিকেট প্রেমিরা তো কারণ জানতে ইচ্ছুক । এভাবে তীরে এসে কেন বার বার তরী ডুবে যাচ্ছে ।

অন্যদিকে মাঠ থেকে ভারতের ৩ জুয়াড়ী পুলিশের হাতে আটক হয়েছে । সব মিলিয়ে টালমাটাল ক্রিকেট ।পতাকা বিক্রিতে আয় নেই খলিল বেপাড়ি

খেলায় হার ও জিত দুটোই থাকে। সেখানে লড়াই করে হারলে মর্যাদা এতটুকু কমে না। ক্রিকেট বাংলাদেশের মানুষের জন্য এমন একটি খেলা, যে খেলার জয় পরাজয় নিমিষেই দেশের সকল মানুষের মাঝে ক্রিয়া-প্রতিক্রিয়ার সৃষ্টি করে। বাংলাদেশে ক্রিকেটই এখন পর্যন্ত একমাত্র খেলা যার জন্য দল মত নির্বিশেষে দেশের মানুষ সর্বদাই ঐক্যবদ্ধ ভ‚মিকা পালন করে। ক্রিকেট হাসলে বাংলাদেশ হাসে। ক্রিকেট ব্যর্থ হলে গোটা দেশে শোকের ছায়া নামে। করোনার আতংকে টানা প্রায় এক বছর মাঠের ক্রিকেট সরব ছিল না। আশার কথা, ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশে খেলতে আসায় মাঠের ক্রিকেট আবার সরব হয়েছে। ক্রিকেট আনন্দ দেশের জন-জীবনে স্বস্থির পরিবেশ সৃষ্টি করেছে।

টেস্ট খেলতে নামা ওয়েস্টইন্ডিজের নতুন খেলোয়াড় মেয়ার্স যেন একাই বাংলাদেশের বিরুদ্ধে লড়াই করছিলেন। তার কাছে বাংলাদেশের বোলারদের বেশ অসহায় মনে হচ্ছিলো। ক্রিকেটে যে কোনো দিন কোনো দলের নতুন খেলোয়াড়ও ভয়ংকর হয়ে উঠতে পারে।অনায়াসেই বাংলাদেশের বিপক্ষে টেস্ট জিতলো ওয়েস্ট ইন্ডিজ

দেশে আবারো বেড়েছে করোনায় মৃত্যু

আবারও খেলায় অনিশ্চিত মাশরাফী

লিখেছেন : মোঃ জহিরুল ইসলাম, ক্রিকেট প্রেমি ও লেখক । ছবি সংগৃহীত ।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »