মিয়ানমারে জরুরী অবস্থা জারি ; সু চিসহ অন্যদের ছেড়ে না দিলে ব্যবস্থা গ্রহনের, হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের
মিয়ানমারে সেনা অভ্যুত্থান; সুচি কারাগারে
ফেব্রুয়ারি ০১ ২০২১, ১৩:২৮
আজকের ঝলক :
মিয়ানমারে সেনা অভ্যুত্থান; সুচি কারাগারে ।
এক বছরের জন্য জরুরী অবস্থা জারি করা হয়েছে । বাংলাদেশ মিয়ানমারের রাজনৈতিক পরিস্থিতি দেখছেন বলে জানিয়েছেন পররাস্ট্র মন্ত্রনালয় । মিয়ানমারের সামরিক বাহিনী নিশ্চিত করেছে যে, সকালে অং সান সু চি এবং অন্য রাজনৈতিক নেতাদের গ্রেফতার করার পর তারা দেশটির নিয়ন্ত্রণ নিয়েছে।
অং সান সু চি সুচির গ্রেফতারে নিন্দা জানিয়েছেন বিশ্ব নেতারা । জানা গেছে ইয়াঙ্গনের কিছু মানুষ সুচির গ্রেফতারে উল্লাস প্রকাশ করেছেন । নির্বাচনকে কেন্দ্র করে এই ঘটনা বলে জানিয়েছেন বিশেজ্ঞরা ।
আরো জানা গেছে যে,দেশটিতে এক বছরের জরুরি অবস্থা জারি করা হয়েছে । সকালে অং সান সু চি এবং অন্য রাজনৈতিক নেতাদের গ্রেফতার করা হয়েছে। বিতর্কিত একটি নির্বাচন নিয়ে বেসামরিক সরকার ও সামরিক বাহিনীর মধ্যে উত্তেজনা। সেনাবাহিনী নির্বাচনে জালিয়াতির অভিযোগ তোলে।
এদিকে মিয়ানমারে অং সান সু চি গ্রেফতার ও সেনা অভ্যুত্থানের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করেছে ।মিয়ানমারে গণতান্ত্রিক স্থিতিশীলতা দেখতে চায় বাংলাদেশ । রহিঙ্গা প্রত্যাবার্সন যথা নিয়মে চলবে বলে আশা বলে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ পররাস্ট্র মন্ত্রনালয় ।
এর আগেও বহু বছর সেনাবাহিনবী ক্ষমতায় থাকায় কোনঠাসা ছিলো সূচি ।
বিস্তারিত জানতে চোখ রাখুন আজকের ঝলক চ্যানেলে