নওগাঁ জেলায় গুচ্ছগ্রাম/আদর্শগ্রাম কর্মসূচীর আওতায়

গুচ্ছগ্রামে ১৩৫৬ পরিবারকে পুনর্বাসিত করা হয়েছে

ফেব্রুয়ারি ০৩ ২০২১, ২১:৫৪

Spread the love

নওগাঁ জেলায় গুচ্ছগ্রাম/আদর্শগ্রাম কর্মসূচীর আওতায়
ডিসেম্বর’২০২০ পর্যন্ত ৩৪টি পৃথক গুচ্ছগ্রামে ১৩৫৬ পরিবারকে পুনর্বাসিত করা হয়েছে

কামাল উদ্দিন টগর,নওগাঁ প্রতিনিধি : নওগাঁ জেলায় সরকারের গুচ্ছগ্রাম/ আদর্শ গ্রাম বাস্তবায়ন কর্মসূচীর আওতায় জেলার ১১টি উপজেলায় ৩৪টি পৃথক প্রকল্পে ১ হাজার ৩শ ৫৬টি পরিবারকে পুনর্বাসিত করা হয়েছে। ১৮৭ দশমিক ১৭ একর জমির উপর ১ হাজার ৩শ ৫৬টি ব্যারাকা হাউজ নির্মান করে তাঁদের পুনর্বাসিত করা হয়েছে।

গত ডিসেম্বর’২০২০ মাস পর্যন্ত এই কর্মসূচী বাস্তবায়ন করা হয়েছে বলে জেলা প্রশাসক মোঃ হারুন-অর-রশীদ জানিয়েছেন। তিনি জানান স্থানীয় উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদ কর্ত্তৃক যাচাই বাছাই কারর পর এসব পরিবারকে পুনর্বাসিত করা হয়েছে।

তাঁর দেয়া তথ্য মতে এসব প্রকল্পে পুনর্বাসিত পরিবারের সংখ্যা হচ্ছে নওগাঁ সদর উপজেলার হাঁসাইগাড়ি মৌজায় ০.৫৭ একর জমির উপরি নির্মিত গুচ্ছগ্রামে ১২টি ব্যারকে ১২টি পরিবার।

নিয়ামতপুর উপজেলায় তাতিহার মৌজায় ১ দশমিক ৭৯ একর জমির উপর নির্মিত গুচ্ছগ্রামে ১৯টি ব্যারাকে ১৯টি পরিবার, পুঙ্গি মৌজায় ৭ দশমিক ০৭ একর জমির উপরি নির্মিত গুচ্ছগ্রামে ২০টি ব্যারাকে ২০টি পরিবার, রাউতাল মৌজায় ৯ দশমিক ৭০ একর জমির উপর নির্মিত গুচ্ছগ্রামে ৫০টি ব্যারাকে ৫০টি পরিবার ও দামপুরা মৌজায় ৬ দশমিক ৫৭ এর জমির উপর নির্মিত গুচ্ছগ্রামে ৫০টি ব্যারাকে ৫০টি পরিবার।

পতœীতলা উপজেলায় চকদূর্গারামপুর মৌজায় ১৩ দশমিক ২২ একর জমির উপর নির্মিত গুচ্ছগ্রামে ১০০টি ব্যারাকে ১০০টি পরিবার, বালুঘা মৌজায় ২ দশমিক ২০ একর জমির উপর নির্মিত গুচ্ছগ্রামে ১৮টি ব্যারাকে ১৮টি পরিবার।

বদলগাছি উপজেলার সোহাসা মৌজায় ৩ দশমিক ০৪ একর জমির উপর নির্মিত গুচছগ্রামে ২০টি ব্যারাক হাউজে ২০টি পরিবার, কামারবাড়ি মৌজায় ৫ দশমিক ৫২ একর জমির উপর নির্মিত গুচ্ছগ্রামে ২০টি ব্যারাক হাউজে ২০টি পরিবার, ডাহাকান্দি-১ মৌজায় ১ দশমিক ১৩ একর জমির উপর নির্মিত গুচ্ছগ্রামে ২০টি ব্যারাক হাউজে ২০টি পরিবার, নালুকাবাড়ি-১ মৌজায় ১ দশমিক ৯৮ একর জমির উপর নির্মিত গুচ্ছগ্রামে ২০টি ব্যারাক হাউজে ২০টি পরিবার ও নালুকাবাড়ি-২ মৌজায় ২ দশমিক ৯০ একর জমির উপর নির্মিত গুচ্ছগ্রামে ২৮টি ব্যারাক হাউজে ২৮টি পরিবার।

মান্দা উপজেলায় বর্দ্দপুর মৌজায় ২১ দশমিক ৯৪ একর জমির উপর নির্মিত গুচ্ছগ্রামে ১৫০টি ব্যারাক হাউজে ১৫০টি পরিবার ও ছোট মুল্লুক মৌজায় ৪ দশমিক ৪২ একর জমির উপর নির্মিত গুচ্ছগ্রামে ২৬টি ব্যারাক হাউজে ২৬টি পরিবার।
আত্রাই উপজেলায় মাগুড়া আকবরপুর মৌজায় ১ দশমিক ৪০ একর জমির উপর নির্মিত গুচ্ছ্গ্রামে ৩৩টি ব্যারাক হাউজে ৩৩টি পরিবার, মাগুড়া আকবরপুর-২ মৌজায় ০ দশমিক ৯৩ একর জমির উপর নির্মিত গুচ্ছগ্রামে ২০টি ব্যারাক হাউজে ২০টি পরিবার ও কাশিয়াবাড়ি মৌজায় ৩ দশমিক ৬৩ একর জমির উপর নির্মিত গুচ্ছগ্রামে ৬০টি ব্যারাক হাউজে ৬০টি পরিবার।

ধামইরহাট উপজেলায় কাশিপুর মৌজায় ৯ দশমিক ৯০ একর জমির উপর নির্মিত গুচ্ছগ্রামে ৪০টি ব্যারাক হাউজে ৪০টি পরিবার, মাহিসন্তোষ মৌজায় ১৩ দশমিক ৮৬ একর জমির উপর নির্মিত গুচ্ছগ্রামে ৪২টি ব্যারাক হাউজে ৪২টি পরিবার, আড়ানগর দিঘীরপার মৌজায় ১১ দশমিক ০৭ একর জমির উপর নির্মিত গুচ্ছগ্রামে ৪১টি ব্যারাক হাউজে ৪১টি পরিবার, বৈদ্যবাটি মৌজায় ৫ দশমিক ৪৮ একর জমির উপর নির্মিত গুচ্ছগ্রামে ৪০টি ব্যারাক হাউজে ৪০টি পরিবার, বৈদ্যবাটি-২ প্রকল্পে ০ দশমিক ৯৫ একর জমির উপর নির্মিত গুচ্ছগ্রামে ২০টি ব্যারাক হাউজে ২০টি পরিবার ও বৈদ্যবাটি-৩ প্রকল্পে ০ দশমিক ৯৫ একর জমির উপর নির্মিত গুচ্ছগ্রামে ৩০টি ব্যারাক হাউজে ৩০টি পরিবার।

রানীনগর উপজেলায় রায়পুর মৌজায় ৫ দশমিক ৬৪ একর জমির উপর নির্মিত গুচ্ছগ্রামে ৬০টি ব্যারাক হাউজে ৬০টি পিরবার, ঘাটাগন মৌজায় ৩ দশমিক ১৫ একর জমির উপর নির্মিত গুচ্ছগ্রামে ৩০টি ব্যারাক হাউজে ৩০টি পরিবার, আগিনাগাড়ি মৌজায় ২ দশমিক ৪১ একর জমির উপর নির্মিত গুচ্ছগ্রামে ৩০টি ব্যারাক হাউজে ৩০টি পরিবার, চামটা মৌজায় ৫ দশমিক ৬৪ একর জমির উপর নির্মিত গুচ্ছগ্রামে ৭০টি ব্যারাকা হাউজে ৭০টি পরিবার।

মহাদেবপুর উপজেলায় বিলশিকারী মৌজায় ৭ একর জমির উপর নির্মিত গুচ্ছগ্রামে ৫০টি ব্যারাক হাউজে ৫০টি পরিবার, বাগাচারা মৌজায় ১৩ দশমিক ৬৩ একর জমির উপর নির্মিত গুচ্ছগ্রামে ৮০টি ব্যারাক হাউজে ৮০টি পরিবার, উথরাইল মৌজায় ১ দশমিক ৮৭ একর জমির উপর নির্মিত গুচ্ছগ্রামে ৩০টি ব্যারাকে ৩০টি পরিবার ও চক হরিবল্লভ মৌজায় ৫ দশমিক ২০ একর জমির উপর নির্মিত গুচ্ছগ্রামে ৬৫টি ব্যারাক হাউজে ৬৫টি পরিবার।

সাপাহার উপজেলায় জয়পুর মৌজায় ১ দশমিক ২০ একর জমির উপর নির্মিত গুচ্ছগ্রামে ১৩টি ব্যারাক হাউজে ১৩টি পরিবার এবং পোরশা উপজেলায় শুকলাহার মৌজায় ৯ দশমিক ২৩ একর জমির উপর নির্মিত গুচ্ছগ্রামে ২৫টি ব্যারাক হাউজে ২৫টি পরিবার এবং পাথরডাঙ্গা মৌজায় ১ দশমিক ৯৮ একর জমির উপর নির্মিত গুচ্ছগ্রামে ২৫টি ব্যারাক হাউজে ২৫টি পরিবার।#
একেএম কামাল উদ্দিন টগর
নওগাঁ জেলা প্রতিনিধি



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »