মাস্ক ব্যবহারে কঠোর হচ্ছে সরকার, বাড়ছে জরিমানা

Spread the love

কোভিড-১৯ সং’ক্রমণ রোধে আরও কঠোর অবস্থানে যাচ্ছে স’রকার। সপ্তাহব্যাপী সচেতনতামূলক কার্যক্রম শেষে মাস্ক না পরার জন্য সর্বক্ষেত্রে জরিমানা কার্যকর ও জরিমা’নার পরিমাণ বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। সো’মবার (২৩ নভেম্বর) বৈঠক শেষে এ’ক সংবাদ সম্মেলনে এ কথা জানান, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনো’য়ারুল ইসলাম।

তিনি জানান, বৈঠ’কে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে যোগ দিয়ে প্রধা’মন্ত্রী বলেছেন, ‘মানুষকে মাস্ক পরতে বাধ্য করতে হবে। বিষয়টি বেশি বেশি প্রচা’র করতে হবে। কারণ মাস্ক না পরলে যত কিছুই করা হো’ক কাজে আসবে না।’

আনোয়ারুল ইসলা’ম আরও বলেন, ‘বিভাগীয় কমিশনাররা জানিয়েছেন, মাস্ক না পরায় রোববার কয়েক হাজার মানুষকে জরিমানা করা হয়েছে। রা’জধানীতে ৩৭ স্থানে পরিচালনা করা হয়েছে ভ্রাম্যমাণ আদালত। তবে এ পরিস্থিতি আরও এক সপ্তাহ দেখে নেওয়া হবে শক্ত অ’বস্থান।’

শক্ত অবস্থান নিয়ে সাংবাদি’কদের প্রশ্নের জবাবে তিনি বলেন, জরিমানার পরিমা’ণ ৫০০ বা ১ হাজার থেকে ৫ হাজার টাকা হতে পারে।

অন্যদিকে, মন্ত্রিপরিষদের বৈ’ঠকে দুস্থ শিল্পীদের সহায়তা, তহবিল গঠন ও চল’চ্চিত্রের উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট আইন ২০২০-এর খস’ড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »