জমি ক্রয় সংক্রান্ত বিজ্ঞপ্তি
জানুয়ারি ০৯ ২০২৩, ১৭:২৪
জমি ক্রয় সংক্রান্ত বিজ্ঞপ্তি
বরিশাল জেলার, বরিশাল সিটি কর্পোরেশনের ১৬ নং ওয়ার্ডে বগুরা আলেকান্দা মৌজায় এস,এ খতিয়ান: ২০৪০, দাগ নম্বর : ৪৬৭০ ও ৪৬৭১—৭৫১৪ জমির পরিমান : ১৫.৫৫। বায়না সূত্রে এই জমির মালিক মোঃ জহিরুল ইসলাম গং। ঠিকানা: বজলু ভবন, ব্রাউন কম্পাউন্ড, বরিশাল। উক্ত দাগের জমির মালিকানা নিয়ে কাহারো কোনো প্রকার ওজর আপত্তি থাকিলে অত্র বিজ্ঞপ্তির ৫ (পাাঁচ) দিনের মধ্যে বায়নাকৃত মালিক এর সহিত বৈধ কাগজপত্রসহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা গেল
প্রকাশ থাকে যে নির্ধারিত সময়ের মধ্যে কোনো প্রকার যোগাযোগ না করিলে পরবর্তীতে কোনো প্রকার ওজর আপত্তি গ্রহনযোগ্য হবেনা এবং সর্বাদালতে অগ্রাহ্য বলে বিবেচিত হইবে।
মোবাইল : ০১৭১১৩০০৪৭৬, ০১৭৪৮৮০৯৭৫৯, ০১৭১২৫২০০২০
এ্যডভোকেট রাশেদুল হাসান সুমন
বাংলাদেশ সুপ্রিম কোর্ট