খালেদা জিয়ার উন্নত চিকিৎসার দাবিতে ইবিতে মানববন্ধন
ডিসেম্বর ০৮ ২০২১, ২১:১৯
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, ইবি-
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন ‘জিয়া পরিষদ’। বুধবার (৮ ডিসেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে এ কর্মসূচী পালন করে সংগঠনটি।
মানববন্ধনে অধ্যাপক ড. রাশিদুজ্জামানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন পরিষদের মহাসচিব অধ্যাপক ড. এমতাজ হোসেন, বিশ্ববিদ্যালয় জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন, অধ্যাপক ড. মিজানুর রহমান, অধ্যাপক ড. নজিবুল ইসলাম, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান।
এসময় আরও উপস্থিত ছিলেন অধ্যাপক ড. এয়াকুব আলী, অধ্যাপক ড. আব্দুস শহিদ মিয়া, অধ্যাপক ড. আব্দুল মালেক, অধ্যাপক ড. আব্দুস সালাম, অধ্যাপক ড. এ কে এম মফিজুল ইসলাম, অধ্যাপক ড. নুরুন নাহারসহ পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা