বাংলাদেশে ফতোয়া

ডিসেম্বর ৩০ ২০২০, ১৩:২৩

Spread the love

ফতোয়া

ফতোয়া কী?
► অভিজ্ঞ ব্যক্তি অথবা মুফতিগণ ধর্মীয় বিধি অনুযায়ী ফতোয়া প্রদান করতে পারেন। তবে কোনোভাবেই কোনো ব্যক্তির ওপর তার ইচ্ছার বিরুদ্ধে উক্ত সিদ্ধান্ত বেআইনিভাবে চাপিয়ে দিতে পারেন না।
► ফতোয়ার মাধ্যমে কাউকে কোনো প্রকার শারীরিক বা মানসিক শাস্তি প্রদান করা যাবে না।
► কোনো ব্যক্তির অধিকার ও সুনাম নষ্ট করে এমন কোনো ফতোয়া প্রদান করা যাবে না।
► প্রচলিত আইনের পরিপন্থী কোনো ফতোয়া প্রদান করা যাবে না।
► ফতোয়ার নামে শাস্তি প্রদানকারী ব্যক্তি বা সহযোগীরা বাংলাদেশে প্রচলিত ফৌজদারি আইন অনুযায়ী দ-িত হবে।

সবাইকে মনে রাখতে হবে যে, ফতোয়ার নামে কোন প্রকার শাস্তি দিলে তা বে-আইনি বলে গন্য হবে এবং সমাজের মধ্যে কোন ব্যক্তিকে ফতোয়ার নামে শাস্তি দিলে উক্ত ব্যক্তি সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন হন, অনেক ক্ষেত্রে শাস্তি ভোগকারী নারীগণ আতœহত্যার পথ বেছে নেন। কোন প্রকার ধর্মীও ফতোয়ার প্রয়োজন হলে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক নিবন্ধিত মুফতির মাধ্যমে ফতোয়া নিতে হবে যা হতে পারে লিখিত কোন নির্দেশনা/পরামর্শ যা কোন শাস্তির আওতায় পড়বে না।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »