রইলো শুভ কামনা; জহিরুল ইসলাম
জানুয়ারি ০৬ ২০২২, ২০:৪০
রইলো শুভ কামনা; জহিরুল ইসলাম
মুক্তি দিলাম
মো: জহিরুল ইসলাম
১.
মুক্তি চেয়ে আর্তনাদ করা খরগোশ
যাও মুক্তি দিলাম, আজ তুমি চিরমুক্ত
কেউ আর তোমাকে পিছু পানে ডাকবেনা
কেউ তোমার পথের কাঁটা হয়ে হাটবেনা ।
এ মুক্তি তোমার আজন্ম নিবৃতে
এ মুক্তি তোমার মসৃণ পথচলার,
তোমার যত প্রায়চিত্ত তা আমার
সকল অন্যায় অবিচার আমারি থাক ।
মুক্তি তোমার প্রাপ্য, পরাধীনতার দায়মুক্তি
তোমার যতো কষ্ট সব আমারি হোক,
আমি দায়ভার নিতে আজন্ম প্রস্তুত
মুক্তিতে যতো কালো গ্লানি ধুয়ে যাক তোমার ।
তোমার বন্দীদশার জন্য তোমার ক্ষতি পুষে যাক
তোমার স্বাধীনতা উন্মেলিত করুক তোমার প্রত্যাশা
বুকে জেগে ওঠা ক্ষত ঘুচে যাক অনায়াসে
রইলো শুভ কামনা যাও মুক্তি দিলাম হে খরগোশ ।
২.
রইলো শুভ কামনা
মো: জহিরুল ইসলম
রইলো শুভ কামনা ও ভাবনা
জানি তুমি কোন দিনো আমার হবেনা
রইলো শুভ কামনা ।
কথা দিয়েছিলে তুমি রবে জীবন ভর
সেই তুমি হয়ে গেলে এখন অনেক পর
কথা দিয়ে কথা তুমি রাখতে পারলে না
রইলো শুভ কামনা ।
নিজের কথাই ভাবলে তুমি সারা জীবন ভর
পরকে আপন করিলে আপন করলে পর
নিজের পথ নিজেই নিলে আমায় ভাবলে না ।
রইলো শুভ কামনা ।
আরো পড়ুন বরিশাইল্লা পোলা; মো: জহিরুল ইসলাম
ভিডিও দেখুন https://www.youtube.com/watch?v=MT2Mcc3Joag&list=UULt1AwnVh1Q9dsTTZynOtNw&index=65