বাপ্পি খানের একজন সগীর আলী ; শীগ্রই আসছে

ডিসেম্বর ১০ ২০২১, ০১:০৪

Spread the love

তুষার ইমরান, বিনোদন প্রতিবেদক :
বাপ্পি খানের ভিন্ন ধরনের চমক
প্রোডাকশন ম্যানেজার আর অভিনেত্রীর প্রেমের গল্প নিয়ে নাটক ‘একজন সগীর আলী’। শীঘ্রই এটি দেখানো হবে আর টিভির পর্দায়। একজন সগীর আলীর এই গল্প ফুটিয়ে তুলতে অভিনয় করেছেন মীম ও আরশ।

নাটকটির চিত্রনাট্য লিখেছেন তারেক মাহমুদ।

নাটকের গল্প প্রসঙ্গে বাপ্পি খান বলেন, ‘সগীরের স্বপ্ন একদিন সে দেশসেরা প্রোডাকশন ম্যানেজার হবে। ওদিকে জবা নামের গ্রামের সহজ সরল মেয়েটির স্বপ্ন হলো অভিনেত্রী হওয়া। ঘটনাক্রমে সগীরের সাথে জবার পরিচয় ঘটে। এবং সগীর জবার প্রেমে পড়ে। নানান চড়াই-উৎরাই পেরিয়ে জবা এক সময় দেশসেরা অভিনেত্রী হয়ে যায়। তারপর গল্প মোড় নেয় অন্যদিকে।’

 

 

বাপ্পি খানের নির্দেশনায় সম্প্রতি নির্মিত হয়েছে ‘একজন সগীর আলী’ নামের এই টিভি নাটক।

নির্মাতা আরও জানান, দারুণ একটা গল্প বলার চেষ্টা করেছি। অভিনয় শিল্পীরাও ভালো অভিনয় করেছেন। আমার বিশ্বাস দর্শক উপভোগ করবে কাজটি।’ কারণ এবার আমি কিছু ভিন্ন চরম দেওয়ার চেষ্টা করেছি এই গল্পে।
এর পূর্বে আমার অনেক কাজ রয়েছে তবে পূর্বের কাজের তুলনায় এ কাজটি একটু ব্যতিক্রম করার চেষ্টা করেছি আমি।
তাই সবাই এই গল্প সুন্দর ভাবে উপভোগ করতে পারবেন একি সাথে আর টিভিতে।

জবা চরিত্রে অভিনয় করেছেন নাদিয়া আফরিন মিম এবং সগীর আলী চরিত্রে অভিনয় করেছেন আরশ খান।

বাপ্পি খান আমদের জানিয়েছেন খুব শীগ্রই নাটকটি আরটিভির পর্দায় প্রচারিত হবে।

 



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »