সাংবাদিক তুষার ইমরানের প্রথম মিউজিক ভিডিও
জুন ১১ ২০২১, ১২:২২
বিনোদন প্রতিবেদক॥ “আমি ঠিক বুঝেছি” শিরনামের গানে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করলেন বিনোদন সাংবাদিক তুষার ইমরান। আহম্মেদ হুমায়ুন এর কথা ও সুরে গানটিতে কন্ঠ দিয়েছেন গীতিকার নিজেই।
রোমান্টিক এই গানটির শুটিং করা হয়েছে বরিশালের বিভিন্ন মনোরম লোকেশনে। টিজি ফিল্মস বিডি এর ব্যানারে নির্মিত “আমি ঠিক বুঝেছি” গানটির প্রযোজনা করেছেন মাহমুদা মাহি।
অনন্যা অনু নিবেদিত এই মিউজিক্যাল ফিল্মটিতে পরিচালক তুষার ইমরান ত্রিভুজ প্রেমের গল্প ফুটিয়ে তোলার চেস্টা করেছেন।
তুষার ইমরান বলেন, “এই মিউজিক ভিডিওটি আমার জীবনের প্রথম পরিচালিত একটি কাজ, এই কাজটির জন্য আমি সম্পূর্ণ কৃতজ্ঞতা জানাবো আমার গুরু এ আল মামুন ভাইয়াকে, তার সহযোগিতা না থাকলে আমার পক্ষে এই দায়িত্ব পালন করা সম্ভব ছিলনা। দীর্ঘ দিন মিডিয়ার সাথে থাকলেও কিছু করিনি নিজ থেকে কারণ শেখার একটা বিষয় আছে তাই। এখন যে সব শিখেছি তা নয়, কতটুকু অভিজ্ঞতা হলো আমার সেটা দেখার জন্য একটু চেষ্টা করলাম।
এখন মিউজিক ভিডিওটি দর্শক ভালোভাবে গ্রহন করলে আমাদের চেষ্টা সার্থক হবে।”
“আমি ঠিক বুঝেছি” গানটিতে মডেল হিসেবে কাজ করেছেন আবির, সুমনা, জয় ও দিনা। এবং গানটির চিত্রগ্রাহকের দায়িত্ব পালন করেছেন জয় আকাশ।
মিউজিক ভিডিওটি টিজি আনন্দ টিভির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হয়েছে।
সাফল্যের পথে পা রাখতে চলছেন সোহাগ বিশ্বাস
অনন্যা পাণ্ডে; মানুষজন বলতো আমি ছেলের মতো দেখতে