আরিফ হাবিবের গল্পে বাপ্পি খানের ফ্ল্যাট 69 আসছে

Spread the love
অনন্যা অনু,বিনোদন প্রতিবেদকঃ আরিফ মুনসুর হাবিব (আরিফ হাবিব) এর গল্পে সোহাগ বিশ্বাসের রচনায় এবং তরুন নির্মাতা বাপ্পি খানের পরিচালনায় আসছে ধারাবাহিক নাটক ফ্ল্যাট 69 ইতি মধ্যেই নাটকটির শুটিং ও সম্পদনার কাজ শেষ হয়েছে। বলে জানান নির্মাতা ! নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন! মুসাফীর সাইদ, লামিমা লাম , সিয়াম নাসির , সোহেল খান , সোহাগ বিশ্বাস , জাহিদ চৌধরী নেলা শেখ এবং আরো অনেকে নাটকটির গল্প নিয়ে আরিফ হাবিব বলেনঃ নাটকের গল্পটা মূলত ব্যাচেলার দের সাথে যে বাড়িওলাদের একটা সমস্যা সব সময় চলে আসছে সেটা নিয়ে তাছাড়া শুধু ব্যাচেলার দের গল্প নয় এটা পরিবার ভালোবাসার মানুষ জীবন চলার পথে নানান রকমের সমস্যা তুলে ধরা হয়েছে এবং এই নাটকটা আমরা সিরিজ আঁকারে করবো সেটাই প্ল্যান আছে। এবং একটা পর্বে এক একটা নতুন সমস্যা নতুন গল্প তুলে ধরার চেস্টা করবো আমি মূলত মানুষ কে ভালো কিছু উপহার দিতে চাই ।
নাটকটি রিলিজ করা হবে Bangladesh Times Entertainment Official YouTube Channel এ কাজ এবং নাটক প্রসঙ্গে তরুন নির্মাতা বাপ্পি খান বলেন গল্পটা বেশ দারুন আরিফ ভাইয়ের সাথে এর আগেও আমার বেশ কিছু কাজ হয়েছে। উনার সাথে কাজ করার অভিজ্ঞতা গুলো অনেক সুন্দর হয় অনেক ভালো এবং হেল্পফুল মানুষ তাছাড়া কাজের প্রতি উনার অন্যরকম একটা ভালোবাসা আছে। সেটাই বেশি ভালোলাগে । শুরু করলাম আশা করি দর্শক কাজটা পছন্দ করবে। অন্যোন্য ব্যাস্ততা প্রসঙ্গে বলেন এ নির্মাতা আমার সিনেমা “সোলমেট”র পোষ্ট প্রডাকশনের চলছে প্রাই শেষের পথে। এছাড়া নতুন দুইটা সিনেমা সাইনিং করেছি। প্রযোজক যেদিন থেকে শুরু করতে বলবেন সেদিন থেকেই যুদ্ধে নেমে যাবো (একটু হাঁসি দিয়ে) তবে আপাতত ব্যাস্ততা এই সিরিজটি নিয়ে। নাটকটির গল্পের পাশাপাশি এটি প্রযোজনা ও করেছেন। হাবিব মুনসুর আরিফ হাবিব।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »