আবেদন করবেন যেভাবে

ক্যাডেট কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩

Spread the love

ক্যাডেট কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ : আবেদনের নিয়ম

আজকের ঝলক

ক্যাডেট কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ : আবেদনের নিয়ম, সিলেবাস ও যোগ্যতা  http://cadetcollege.army.mil.bd

 

ক্যাডেট কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ ও সিলেবাস প্রকাশিত হয়েছে। সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত দেশের ১২টি ক্যাডেট কলেজে ২০২৩ শিক্ষাবর্ষে ৭ম শ্রেণিতে ছাত্র-ছাত্রী ভর্তির আবেদন প্রক্রিয়া অনলাইনে  https://cadetcollegeadmission.army.mil.bd শুরু হয়েছে ১ নভেম্বর ২০২২ তারিখ থেকে। আবেদনের শেষ তারিখ ও সময় ৭ ডিসেম্বর ২০২২ বিকাল ৫টা।

আবেদনের যোগ্যতা
৬ষ্ঠ শ্রেণি পাস; বয়স সর্বোচ্চ ১৩ বছর ৬ মাস (১ জানুয়ারি ২০২৩ তারিখে); ন্যূনতম উচ্চতা ৪ ফুট ৮ ইঞ্চি (ছেলে ও মেয়ে উভয় ক্ষেত্রে)

ক্যাডেট কলেজ ভর্তি ২০২৩
শিক্ষা প্রতিষ্ঠান : ক্যাডেট কলেজ (১২টি)
শিক্ষাবর্ষ : ২০২৩ সেশন
শ্রেণি : ৭ম শ্রেণি
ক্যাডেট কলেজে আবেদনের তারিখ : ১-১১-২০২২ থেকে ৭-১২-২০২২ বিকাল ৫টা অনলাইনে আবেদনের লিংক : https://www.cadetcollege.army.mil.bd

অথবা https://cadetcollegeadmission.army.mil.bd

লিখিত পরীক্ষার তারিখ : ৬ জানুয়ারি ২০২৩ (শুক্রবার)
সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত
ভর্তির জন্য শিক্ষাগত যোগ্যতা : ৬ষ্ঠ শ্রেণি পাস
শিক্ষার্থীর বয়স : সর্বোচ্চ ১৩ বছর ৬ মাস (১ জানুয়ারি ২০২২ তারিখে)
আবেদন ফি : ১৬০০ টাকা
ভর্তি পরীক্ষার জন্য ন্যূনতম যোগ্যতা
• জাতীয়তা : প্রার্থীকে অবশ্যই বাংলাদেশী নাগরিক হতে হবে।
• শিক্ষাগত যোগ্যতা : প্রার্থীদের অবশ্যই ক্লাস সিক্স বা সমমানের চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
• বয়স : ১ জানুয়ারি ২০২২ তারিখে বয়স ১৩ বছর ০৬ মাস হতে হবে

শারীরিক যোগ্যতা
• উচ্চতা : সর্বনিম্ন ৪ ফুট ৮ ইঞ্চি (ছেলে-মেয়ে উভয়ের ক্ষেত্রে)।
• ফিটনেস : প্রার্থীদের অবশ্যই শারীরিক ও মানসিকভাবে ফিট থাকতে হবে।

অযোগ্যতা
• পূর্ববর্তী ক্যাডেট কলেজের ভর্তি হলে। লিখিত, মৌখিক এবং স্বাস্থ্য-পরীক্ষা অযোগ্য হওয়া
• গ্রস নাক হাঁটু, ফ্ল্যাট ফুট, রঙিন ব্লাইন্ড এবং ওজন ।হাঁপানি, মৃগী, হৃদরোগ, বাত, বাতজনিত |
• জ্বর, যক্ষ্মা, ক্রনিক আমাশয়, হেপাটাইটিস, ডুডোনাল আলসার নাইট অন্ধত্ব, যে কোনও ধরণের ডায়াবেটিস, হিমোফিলিয়া, শ্রোণী অ্যাসিড ইত্যাদি প্রভাবিত প্রার্থীরা স্বাস্থ্য পরীক্ষা উর্তিন্ন না হলে।
ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষা পদ্ধতি
ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষা হবে ৩ ধাপে –
1. লিখিত পরীক্ষা
2. মৌখিক পরীক্ষা
3. স্বাস্থ্য পরীক্ষা।
লিখিত পরীক্ষা হবে ৪টি বিষয়ের উপর মোট ৩০০ নম্বরে।
ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার বিষয় ও নম্বরবণ্টন ২০২৩
বিষয় নম্বর
গণিত ১০০ নম্বর
বাংলা ৬০ নম্বর
ইংরেজি ১০০ নম্বর
সাধারণ জ্ঞান ৪০ নম্বর
মোট = ৩০০ নম্বর
ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষার তারিখ
• লিখিত পরীক্ষা হবে ৬ জানুয়ারি ২০২৩ (শুক্রবার) সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত। লিখত পরীক্ষার মোট নম্বর ৩০০।
• ক্যাডেট কলেজে ভর্তির লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের সময় মৌখিক ও স্বাস্থ্য পরীক্ষার তারিখ জানিয়ে দেয়া হবে।
ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষার মানবণ্টন ( লিখিত )
মোট ৩০০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মধ্যে গণিতে ১০০ নম্বর, বাংলায় ৬০ নম্বর, ইংরেজিতে ১০০ নম্বর ও সাধারণ জ্ঞানে ৪০ নম্বর। লিখিত পরীক্ষায় উত্তীর্ণরাই পরবর্তী ধাপের পরীক্ষায় অংশ নিতে পারবে।
বাংলাদেশের ক্যাডেট কলেজের তালিকা
বাংলাদেশে বর্তমানে মোট ১২টি ক্যাডেট কলেজ রয়েছে। এগুলো হলো ফৌজদারহাট ক্যাডেট কলেজ, ঝিনাইদহ ক্যাডেট কলেজ, মির্জাপুর ক্যাডেট কলেজ, রাজশাহী ক্যাডেট কলেজ, বরিশাল ক্যাডেট কলেজ, পাবনা ক্যাডেট কলেজ, সিলেট ক্যাডেট কলেজ, রংপুর ক্যাডেট কলেজ, কুমিল্লা ক্যাডেট কলেজ, ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ, ফেনী গার্লস ক্যাডেট কলেজ, জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ। এগুলোর মধ্যে প্রথম ৯টি ছেলেদের, পরের ৩টি মেয়েদের জন্য সংরক্ষিত।
এছাড়া, সম্প্রতি ‘ক্যাডেট’ মর্যাদায় উন্নীত হওয়া মিলিটারি কলেজিয়েট স্কুল খুলনা, যা সেনাবাহিনীর মাধ্যমে পরিচালিত স্বায়ত্তশাসিত ক্যাডেট কলেজ।
ক্যাডেট কলেজের তালিকা
No. Name Location Division Area (acre) Established
01 Faujdarhat Cadet College Chittagong Chittagong 185 1958
02 Jhenaidah Cadet College Jhenaidah Khulna 110 1963
03 Mirzapur Cadet College Mirzapur, Tangail Dhaka 95 1965
04 Rajshahi Cadet College Sardah, Rajshahi Rajshahi 110 1965
05 Sylhet Cadet College Sylhet Sylhet 52.37 1978
06 Rangpur Cadet College Alamnagar, Rangpur Rangpur 37 1979
07 Barisal Cadet College Rahmatpur, Barisal Barisal 50 1981
08 Pabna Cadet College Pabna Rajshahi 38 1981
09 Mymensingh Girls Cadet College Mymensingh Mymensingh 23 1983
10 Comilla Cadet College Kotbari, Comilla Chittagong 57 1983
11 Feni Girls Cadet College Feni Chittagong 49.5 2006
12 Joypurhat Girls Cadet College Joypurhat Rajshahi 57 2006

আবেদন ফি ও জমাদান পদ্ধতি

প্রার্থীরা পরীক্ষার আবেদন ফি Trust Bank Mobile Money, Q Cash অথবা টেলিটক প্রিপেইড সিমসংবলিত যেকোনো মোবাইল থেকে এসএমএস- এই তিনটির যেকোনো একটি মাধ্যম ব্যবহার করে জমা দিতে পারবে। তবে মাধ্যমভেদে পরীক্ষার ফি’র পার্থক্য রয়েছে।
প্রয়োজনীয় কাগজপত্র ও জমাদান পদ্ধতি
প্রার্থীদের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা বা প্রাথমিক ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার সত্যায়িত সনদপত্র;
৫ম শ্রেণিতে ইংরেজি মাধ্যমে অধ্যয়নকৃত শিক্ষার্থীদের তাদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক উত্তীর্ণের প্রত্যয়নপত্র; প্রার্থীর জন্মনিবন্ধন বা জন্ম সনদপত্রের সত্যায়িত ফটোকপি;
প্রার্থীর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক ষষ্ঠ বা সমমান পরীক্ষায় উত্তীর্ণের সাল উল্লেখপূর্বক সনদপত্র;
ফলাফল প্রকাশিত না হয়ে থাকলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রার্থী পরীক্ষায় উত্তীর্ণ হবে এই মর্মে প্রদত্ত সনদ;

প্রার্থীর বাবা-মা বা অভিভাবকের মাসিক আয়ের স্বপক্ষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রত্যয়নপত্র;
প্রার্থীর অভিভাবক বা বাবা-মা উভয়ের জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি (পরিচয়পত্র না থাকলে যথাযথ কারণ প্রদর্শনপূর্বক প্রত্যয়নপত্র) এবং অনলাইন আবদেনপত্রে আপলোড করা প্রার্থীর ছবির অনুরূপ পাসপোর্ট এবং স্ট্যাম্প সাইজের রঙিন ছবি।

সফলভাবে অনলাইনে আবেদনপত্র পূরণের পর উক্ত কাগজপত্রাদি ১৫x১০ ইঞ্চি খামের উপরে প্রার্থীর ইনডেক্স নম্বর ও পরীক্ষা কেন্দ্রের নাম উল্লেখপূর্বক ৩ জানুয়ারি ২০১৪ তারিখের মধ্যে প্রার্থীর প্রবেশপত্রে উল্লিখিত পরীক্ষাকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ক্যাডেট কলেজের ঠিকানায় রেজিস্টার্ড ডাক বা বাহকের মাধ্যমে প্রেরণ করতে হবে।
উল্লেখ্য, কোটা সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে প্রার্থীদের অবশ্যই ক্যাডেট কলেজগুলোর ‘ই-বুথ আউটলেট’র মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। সেক্ষেত্রে কোটাধারীদের তাদের সংশ্লিষ্ট কোটার স্বপক্ষে প্রয়োজনীয় কাগজসহ অন্যান্য কাগজপত্র ও ছবির সফট কপি সঙ্গে আনতে হবে।
উল্লেখ্য, প্রার্থী ও অভিভাবকদের সুবিধার্থে অনলাইনে আবেদন ও প্রয়োজনীয় কাগজপত্রাদি জমাদানের জন্য প্রতিটি ক্যাডেট কলেজে এবং ঢাকা আর্মি স্টেডিয়ামে একটি করে ‘ই-বুথ আউটলেট’ স্থাপন করা হয়েছে। এ সব ই-বুথে উপস্থিত হয়ে অনলাইনে আবেদন, প্রয়োজনীয় কাগজপত্র ও আবেদন ফি জমা দেওয়া যাবে। সূত্র: ইন্টারনেট

শিল্প সম্পর্ক মডেল কী ? কোনটি ভালো?

 



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »