বুয়েট ছাত্র আবরারের কবর জিয়ারত করলো ইবি ছাত্রদল
অক্টোবর ০৭ ২০২১, ২০:০৪
ক্যাম্পাস প্রতিবেদক- বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী ছাত্র আবরার ফাহাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর কবর জিয়ারত করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (০৭ অক্টোবর) তাঁর গ্রামের বাড়িতে কবর জিয়ারত ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে ছাত্রদলের নেতাকর্মীরা।
এসময় শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, যুগ্ম আহ্বায়ক সোলায়মান চৌধুরী, সদস্য রাফিজ আহমেদ ও মৃত্যুবরণকারী ফাহাদের দাদা, চাচাতো ভাই, ফুফাতো ভাই প্রমুখ উপস্থিত ছিলেন।