ইবিতে চেস ফেডারেশনের সভাপতি মুন্না, সম্পাদক মিলাদ
জুলাই ৩০ ২০২১, ১৮:৩৫
ইবি প্রতিনিধি–
শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে উদ্বুদ্ধ করতে যাত্রা শুরু করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে চেস ফেডারশন। এতে সভাপতি হিসেবে আইন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শেখ রাহাত হোসেন মুন্না সভাপতি ও একই বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মিলাদুজ্জামানকে সাধারণ সম্পাদক করা হয়েছে। আগামী এক বছর তারা এ দায়িত্ব পালন করবেন।
শুক্রবার (৩০ জুলাই) ফেডারেশনের সভাপতি-সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
১০ সদস্য বিশিষ্ট কমিটির অন্যরা হলেন, সহ সভাপতি আরফান হোসাইন ও মোঃ শামীম রেজা। যুগ্ন সাধারণ সম্পাদক আয়শা সিদ্দিকা তন্বী, সাংগঠনিক সম্পাদক শারমিন সুলতানা কেয়া, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ মিনহাজুল হক রুমন ও সোহানুর রহমান সোহাগ।
দপ্তর সম্পাদক মাহদী হাসান, উপ দপ্তর সম্পাদক মুস্তাকিম বিল্লাহ, প্রচার সম্পাদক নিশাত তাবাসসুম প্রাপ্তি, উপ প্রচার সম্পাদক রাফিউল ইসলাম রাফি, ক্রিড়া সম্পাদক শামীম ইসলাম, উপ ক্রিড়া সম্পাদক দিপু কুমার সাহা এবং কোষাধ্যক্ষ তাজুল ইসলাম সাকি।
নবনির্বাচিত সভাপতি শেখ রাহাত হোসেন মুন্না বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় চেস ফেডারেশন কে সাথে নিয়ে বিশ্ববিদ্যালয় কে সৃজনশীলতা বিকাশে উদ্ভুদ্ধ করাই আমার একমাত্র উদ্দেশ্য। সবাইকে আমাদের সাথে থাকার অনুরোধ করা হলো।