ইবিতে করোনা ভাইরাসের প্রতিরোধে সক্ষমতা বৃদ্ধি বিষয়ক ওয়েবিনার
জুলাই ১৫ ২০২১, ১০:৪০
ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি)করোনা ভাইরাসের প্রতিরোধে সক্ষমতা বৃদ্ধি বিষয়ক ওয়েবিনার অনুষ্ঠিত হবে। ইবি আবাসিক কমিটির আয়োজনে বৃহস্পতিবার (১৫ জুলাই) বেলা ১১টায় ওয়েবিনারটি অনুষ্ঠিত হবে।
ওয়েবিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুস সালাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক ড. উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবর রহমান ও ট্রেজারার অধ্যাপক ড. আলমগীর হোসেন ভুঁইয়া।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও করোনা প্রতিরোধ সেলের আহ্বায়ক অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, রিসোর্স পারসন হিসেবে থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি এবং আণবিক জীববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. খালেদ হুসাইন ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিউট্রিশনিস্ট এবং পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক তানভীর আহমেদ।
জানা গেছে, ইভেন্ট শেষে প্রশ্ন-উত্তর পর্ব এবং ধন্যবাদ সূচক ভোট অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে রেজিষ্ট্রেশনের লিংক https://docs.google.com/farme/d/e/1FAI pOLSdIKUioWIpMilbeSBIvDS06J3 P YOESTROLZ05VOIKhbZbbbbbbbbbbbbbbbbbb?।