ধামইরহাট পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী পুনঃনির্বাচিত; নওগাঁ পৌরসভায় বিএনপি প্রার্থীর জয়লাভ
জানুয়ারি ৩১ ২০২১, ২০:৩৩
ধামইরহাট পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী আমিনুর রহমান পুনঃনির্বাচিত এবং নওগাঁ পৌরসভায় বিএনপি প্রার্থীর জয়লাভ
নওগাঁ প্রতিনিধি : নওগাঁর ধামইরহাট পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী আমিনুর রহমান পুননির্বাচিত হয়েছেন। তিনি মোট ভোট পেয়েছেন ৭ হাজার ৯শ ৮৩। নিকটতম প্রতিদ্ব›দ্বী বিএনপির প্রার্থী মাহবুবুর রহমান চৌধুরী পেয়েছেন ৩ হাজার ৪৯ ভোট। এই পৌরসভায় প্রতিদ্ব›দ্বী স্বতন্ত্র প্রার্থী এ্যাড. মোঃ আইয়ুব হোসেন পেয়েছেন ৩৬৩ ভোট।
শনিবার রাত ৯টায় সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ধামইরহাট উপজেলা নির্বাচন কর্মকর্তা সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
ধামইরহাট পৌরসভায় মোট ভোটার ১২ হাজার ৬৪০ ভোট। ভোট পড়েছে প্রায় ৮০ শতাংশ। ধামইরহাট পৌরসভায় সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয় ২০০৬ সালের ৩০ মে। ওই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আমিনুর রহমান মেয়র নির্বাচিত হন। মামলা জটিলতার কারণে ২০১১ ও ২০১৫ সালের নির্বাচনে ওই পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়নি।
এদিকে নওগাঁ পৌরসভায় বিএনপি প্রার্থী মোঃ নজমুল হক সনি পুনঃনির্বাচিত হয়েছেন। পৌর নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার মাহমুদ হাসান জানিয়েছেন বিজয়ী প্রার্থী মোঃ নজমুল হক সনি পেয়েছেন ২৯ হাজার ২শ ৬৯ ভোট। নিকটতম প্রতিদ্ব›দ্বী আওয়ামীলীগ মনোনীত প্রার্থী নির্মলকৃষ্ণ সাহা পেয়েছেন ২৪ হাজার ৯শ ৪৪ ভোট। অপরদিকে স্বতন্ত্র প্রার্থী ইকবাল শাহরিয়ার রাসেল নারিকেলগাছ মার্কায় ভোট পেয়েছেন ১২ হাজার ৪শ ৩৫ ভোট, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন প্রার্থী মোঃ আতিকুর রহমান হাতপাখা মার্কায় ভোট পেয়েছেন ৭ হাজার ৯শ ৬৬ ভোট এবং জাতীয় পার্টির প্রার্থী লাঙ্গল মার্কায় ভোট পেয়েছেন ৪০৯ ভোট।#
একেএম কামাল উদ্দিন টগর
নওগাঁ জেলা প্রতিনিধি