চরফ্যাশনে নব নির্বাচিত পৌর মেয়রকে শুভেচ্ছা জানিয়েছেন ব্যাংক কর্তৃপক্ষ
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধিঃ চরফ্যাশন পৌরসভার নব নির্বাচিত মেয়র এস,এম মোরশেদ’কে সোশ্যাল ইসলামী ব্যাংক চরফ্যাশন শাখা ও সোশ্যাল ইসলামী ব্যাংক চেয়ারম্যান বাজার আউটলেট শাখার পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়েছে।
আজ সকালে সোশ্যাল ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ মেয়রের সাথে সৌজন্য সাক্ষাত করে এ শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন সোশ্যাল ইসলামী ব্যাংক চরফ্যাশন শাখার ব্যবস্থাপক জাকির হোসেন, সোশ্যাল ইসলামী ব্যাংক আউটলেট চেয়ারম্যানহাট শাখার সহকারি পরিচালক মমিনুল ইসলাম, পরিচালক ও চরফ্যাশন প্রেসক্লাব সদস্য ও দ্বীপকন্ঠের বার্তা সম্পাদক এম লোকমান হোসেন প্রমুখ।
এসময় নব নির্বাচিত পৌর মেয়র মোরশেদ সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের পাশে থেকে সহযোগিতা করার আশ্বাস দেন।