সাংবাদিক ইলিয়াস হত্যা মামলা দ্রত বিচারের দাবিতে আদালত পাড়ায় বিক্ষোভ

ডিসেম্বর ১৪ ২০২০, ০২:০৩

Spread the love

স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জ বন্দরের চাঞ্চল্যকর সাংবাদিক শেখ ইলিয়াস হত্যা মামলা দ্রæত
বিচার ট্রাইব্যুনালে বিচার ও অধরা ৫ আসামীকে অনতিবিলম্ভে গ্রেফতারের
দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে নিহত ইলিয়াসের পরিবার ও
এলাকাবাসী। রোববার সকাল ১১টায় নারায়ণগঞ্জের আদালত প্রাঙ্গণে প্রায়
২ঘন্টাব্যাপী এ কর্মসূচী পালণ করে। মানববন্ধনে নিহত ইলিয়াসের মা রওশন
আরা,বেগম,স্ত্রী জুলেখা বেগম,বিলকিস বেগম,ভাই সানোয়ার হোসেন,বোন চন্দ্রা
বেগম,খালা ফাতেমা,হাফেজা বেগম,সুরবানু,মামলার অন্যতম সাক্ষী তাওলাদ
হোসেন,গ্রামবাসী আসলাম প্রধান,আবদুল জলিল,আবু সুফিয়ানসহ এলাকা শত শত
নারী-পুরুষ অংশ নেয়। মানববন্ধনে বক্তারা বলেন,আমরা সাংবাদিক ইলিয়াস হত্যা
মামলা দ্রæত বিচার আইনে নেয়ার দাবি জানাচ্ছি। আসামীদের হুমকি-ধামকিতে
আমরাও জীবনের নিরাপত্তাহীণতায় ভুগছি। অনতিবিলম্ভে অধরা আসামীদের গ্রেফতার
চাই। শুধু গ্রেফতার নয় গ্রেফতারপূর্বক ফাঁসির দাবি জানাচ্ছি। পরিশেষে
এলাকাবাসীর অংশগ্রহণে মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয় ও পুলিশ সুপারের
কার্যালয়সহ কোট চত্ত¡র প্রদক্ষিন করতে গিয়ে বিক্ষোভে ফেটে পড়ে।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »