কারাগারে বসে কামিয়েছেন ৮০ লাখ টাকা

Spread the love

কারাগারে বসে কা’মিয়েছেন ৮০ লাখ টাকা। দু’দক বলছে, বিভিন্ন কা’রাগারে দায়িত্বপালন কা’লে ঘুষ-দুর্নীতির মাধ্যমে এ টা’কা হাতিয়ে নিয়েছিলেন ব’রখাস্তকৃত ডিআইজি প্রিজ’নস পার্থ গোপাল বণিক। 

বুধবার (০৪ নভেম্বর) এ মা’মলায় তার বিচার শুরুর আ’দেশ দিয়েছেন আদালত। টা’কাসহ ধরা পড়ার পরও মাম’লা থেকে অব্যাহতি চেয়ে আ’বেদন করেছিলেন পার্থ। যদিও আ’দালত বিষয়টি আমলে নে’ননি।

পার্থ গো’পাল বনিক। কারাগারে ব’সে কামিয়েছে অঢেল অর্থ। দু’দকের জালে আটকা প’ড়ার পর তার বাসায় অ’ভিযান চালিয়ে মি’লে নগদ ৮০ লাখ টাকা। ত’ড়িঘড়ি করে টাকাভর্তি ব্যাগ পা’শের বাসার ছাদে ফেলে দি’লেও তা উদ্ধার করে দুদ’কের টিম। তার বি’রুদ্ধে অভিযোগ, বিভিন্ন কা’রাগারে দায়িত্বপালন কা’লে ঘুষ-অনিয়মের মা’ধ্যমে উপার্জন ক’রেছেন এসব টাকা।

বুধবার এই মা’মলায় বনিকের বিচার শু’রুর আদেশ দি’য়েছেন আদালত। রা’ষ্ট্রপক্ষের আইনজীবী জা’নান, বিদেশে পাচারের জন্যই টাকা ব্যাং’কে না রেখে বাসায় রা’খেন বরখাস্তকৃত ‘ডি’আইজি প্রিজন্স।

দুদক আই’নজীবী খুরশীদ আলম ব’লেন, ‘তার বিরুদ্ধে অভি’যোগ গঠন হয়েছে। জ্ঞাত আইন’বহির্ভূত সম্পদের অভিযোগ, পাবলিক সার্ভেন্ট হিসেবে ক্ষমতার অপব্যবহার অ’ভিযোগ এবং মানি লন্ডারিং ও ঘুষের অ’ভিযোগ।’

এদিন মামলা থেকে অব্যা’হতি চেয়ে পার্থ গোপালের আইন’জীবীর আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।

আসামিপক্ষের আইনজী’বী এহসানুল হক স’মাজী বলেন, আমরা বিজ্ঞ আদা’তে বলেছি, এই চার্জটা হচ্ছে গ্রা’উন্ডলেস এবং আসামি অব্যাহতি পাওয়ার যোগ্য। বিজ্ঞ আ’দালত উভয়পক্ষের বক্তব্য শুনেছেন এবং শোনা’র পরে বিজ্ঞ আদা’লত আমাদের আবেদন নাম’ঞ্জুর করেন।

আগামী ১৮ ন’ভেম্বর এই মামলার সা’ক্ষ্যগ্রহণের দিন ধার্য ক’রা হয়েছে।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »