কুয়াকাটায় ইলিশ অবরোধ ও নিষেধাজ্ঞায় কর্মহীন ১১শ জেলের মাঝে চাল বিতরণ ॥
নভেম্বর ০৪ ২০২০, ১৭:৩২

রাসেল কবির মুরাদ , কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি ঃ কুয়াকাটা পৌর এলাকায়
প্রধান প্রজনন মৌসুম ইলিশ আহরণ থেকে বিরত থাকা ১১শ জেলের মাঝে ২০কেজি করে
চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার কুয়াকাটা পৌরসভার উদ্যোগে এ চাল বিতরণ করা
হয়। কুয়াকাটা পৌর মেয়র আ: বারেক মোল্লা নিজে উপস্থিত থেকে সুষ্ঠ ও
স্বচ্ছভাবে জেলেদের মাঝে বিতরণ করেন।
এসময় উপস্থিতত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: জহিরুন্নবী,
ট্যাক অফিসার ইব্রাহিম খালিদ সহ পৌর কাউন্সিলর বৃন্দ। সরকার ঘোষিত ২২
দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে ৪ নভেম্বর রাত ১২টায়। অবরোধ শেষ হওয়ার মাত্র
১দিন আগে প্রনোদনার এ চাল পেয়ে খুশি জেলেরা।
কুয়াকাটা পৌর মেয়র আ: বারেক মোল্লা বলেন, অবরোধের শেষ সময়ে এসে জেলেদের
মাঝে প্রজনন মৌসুমের বিশেষ প্রনোদনার চাল স্বচ্ছভাবে বিতরণ করা হয়েছে এবং
জেলেরা এতে খুব খুশি হয়েছে।