কুয়াকাটায় ইলিশ অবরোধ ও নিষেধাজ্ঞায় কর্মহীন ১১শ জেলের মাঝে চাল বিতরণ ॥

Spread the love

রাসেল কবির মুরাদ , কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি  ঃ  কুয়াকাটা পৌর এলাকায়
প্রধান প্রজনন মৌসুম ইলিশ আহরণ থেকে বিরত থাকা ১১শ জেলের মাঝে ২০কেজি করে
চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার কুয়াকাটা পৌরসভার উদ্যোগে এ চাল বিতরণ করা
হয়। কুয়াকাটা পৌর মেয়র আ: বারেক মোল্লা নিজে উপস্থিত থেকে সুষ্ঠ ও
স্বচ্ছভাবে জেলেদের মাঝে বিতরণ করেন।

এসময় উপস্থিতত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: জহিরুন্নবী,
ট্যাক অফিসার ইব্রাহিম খালিদ সহ পৌর কাউন্সিলর বৃন্দ। সরকার ঘোষিত ২২
দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে ৪ নভেম্বর রাত ১২টায়। অবরোধ শেষ হওয়ার মাত্র
১দিন আগে প্রনোদনার এ চাল পেয়ে খুশি জেলেরা।

কুয়াকাটা পৌর মেয়র আ: বারেক মোল্লা বলেন, অবরোধের শেষ সময়ে এসে জেলেদের
মাঝে প্রজনন মৌসুমের বিশেষ প্রনোদনার চাল স্বচ্ছভাবে বিতরণ করা হয়েছে এবং
জেলেরা এতে খুব খুশি হয়েছে।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »