নকল ওষুধ জব্দ, কারখানা সিলগালা

Spread the love

কি‌শোরগ‌ঞ্জের বি‌সিক এলা’কায় নকল ওষুধ তৈরির এ’ক‌টি কারখানায় অভিযান চা’লিয়ে বিপুল সংখ্যক রে’‌নি‌টে‌ডিন জাতীয় ওষুধ জ’ব্দ করেছে ওষুধ প্রশাসন অ’ধিদপ্তরের ভ্রাম্যমাণ আ’দালত।

মঙ্গলবার (০৩ নভেম্বর) স’ন্ধ্যায় সেখানে অভিযান চা’লায় ওষুধ প্রশাসন অধিদপ্তরের ভ্রা’ম্যমাণ আদালত।

কিশোরগঞ্জ ও’ষুধ প্রশাসন অধিদপ্তরের স’হকারী পরিচালক মো. নূরুল আলম জানান, কি’‌শোরগঞ্জ সদর উপজেলার মা’রিয়া এলাকায় বিসিক শিল্পনগ‌রী‌তে প্র’শাসনের চোখ ফাঁকি দি‌য়ে দী’র্ঘদিন ধ‌রে বিভিন্ন ভেজাল ও’ষুধ তৈরি করে বাজারজাত ক’রছিল ইস্টবেঙ্গল ই’উনানি ল্যাব‌রেট‌রিজ না‌মে এ’ক‌টি প্রতিষ্ঠান। গোপন সং’বাদের ভিত্তিতে কা’রখানায় অভিযান চা’লানো হয়। কারখানার বি’ভিন্ন কক্ষে ১৫/২০ জন নারী শ্র’মিক দিয়ে তৈরি করা হ’চ্ছিলো নকল ওষুধ। এ কা’রখানায় তৈরি নকল ও’ষুধ দেশের বিভিন্ন স্থা’নে বিক্রি করা হতো।

কিশোরগঞ্জ কা’লেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট অ’র্ণব দত্ত জানান, অ’ভিযানে জব্দ করা হয় ১০ লা’খ টাকা মূল্যের ভে’জাল ওষুধ। অ’ভিযানের পর কারখানাটি সি’লগালা করে দেয়া হয়। এ ব্যা’পারে মামলা দায়ের ক’রা হচ্ছে।

এ’দিকে দীর্ঘদিন ধরে সুরক্ষিত বি’সিক এলাকায় নকল ওষুধ তৈ’রি হলেও কিছুই জা’নতেন না বলে জানান কি’‌শোরগঞ্জ বি‌সিক স্ট্রে’ট কর্মকর্তা এস এম আ’সলাম।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »