দেশে কেউ ঢুকতে গেলেই করোনার টেস্ট করতে হবে
নভেম্বর ০২ ২০২০, ০২:৫৪

ইউরো’পসহ বিভিন্ন দেশে আবারও করোনাভাইরাসের প্রাদু’র্ভাব বেড়ে যাওয়ায় বিমানবন্দরসহ দেশের সব প্রবেশপথে বাধ্যতামূলক পরীক্ষা এবং বিদেশফে’রতদের কোয়ারেন্টিনে রা’খতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘এখন আবার সময় এসে গে’ছে, যাঁরা বাইরে থেকে আমাদের দে’শে আসবেন তাঁদের পরীক্ষা করা, কোয়ারেন্টিনে রাখা—এটা আমাদের এয়ারপোর্ট থেকে শু’রু করে প্রতিটি পোর্টে আগের ম’তো ব্যবস্থা নিতে হবে।’
শেখ হাসিনা বলেন, ‘দেশে কেউ ঢু’কতে গেলেই করোনাভাইরাস নি’য়ে ঢুকছে কি না—সেটা পরীক্ষা করতে হবে। আমাদের দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত ক’রতে হবে। আমি আশা করি, সে’টা আপনারা করবেন।’
গতকাল রবিবার সকালে ব’ঙ্গবন্ধু জাতীয় যুব দিবস-২০২০ উদ’যাপন উপলক্ষে আয়োজিত অনু’ষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি ভি’ডিও কনফারেন্সের মা’ধ্যমে গণভবন থেকে রাজধানীর ওস’মানী স্মৃতি মিলনায়তনে মূল অনু’ষ্ঠানে যুক্ত হন।
প্রধানমন্ত্রী ব’লেন, ‘আওয়ামী লীগ সরকারে আসার পর দে’শের অর্থনীতি যেমন গতিশীলতা পেয়েছে, তেমনি আ’মরা উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জন করতে স’ক্ষম হয়েছি।’
যুব ও ক্রীড়া ম’ন্ত্রণালয় আয়োজিত এই অনুষ্ঠানে যু’ব’ ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আ’হসান রাসেল প্রধানমন্ত্রীর পক্ষে এ বছরের বঙ্গবন্ধু জাতীয় যুব পুরস্কার বিজয়ীদের হা’তে তুলে দেন। ২১ জন স্বনির্ভর যুবক এ’বং পাঁচটি সফল যুব সংগঠনকে যুবকদের জন্য কর্মসংস্থানে বি’শেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এ পু’রস্কার দেওয়া হয়।
শেখ হাসিনা বলেন, ‘যে’কোনো কাজে বের হলে সবাই ‘মাস্ক ব্যবহার কর’বেন। যেকোনো জন’সমাগম বা মার্কেটে যা’বেন বা কারো সঙ্গে মি’শবেন তখন অবশ্যই মাস্ক ব্য’বহার করে নিজেকে এবং অন্যকেও সুর’ক্ষিত করবেন।’
ক’রোনাভাইরাস মোকাবেলার জন্য তাঁ’র সরকার ঘোষিত এক লা’খ ১২ হাজার ৬৩৩ কো’টি টাকার ২১টি প্র’ণোদনা প্যাকেজের উল্লেখ করে তিনি বলেন, ‘এটা দি’য়েছি যেন আমাদের অর্থনীতির গতিটা অ’ব্যাহত থাকে।’
স’রকার মুজিববর্ষে শতভাগ গৃহ আলোকিত করার ল’ক্ষ্য নিয়ে কাজ করছে উল্লেখ ক’রে সরকারপ্রধান বলেন, ‘বিদ্যুৎ দিচ্ছি, রাস্তাঘাট করে দিচ্ছি, পা’শাপাশি নৌপথ, রেলপথ, বি’মান সব পথ উন্মুক্ত করে দেও’য়ার একটাই উদ্দেশ্য—আমাদের যুবসমাজের মাঝে যে মেধা, মনন আ’ছে তা যেন তারা কাজে লা’গাতে পারে। তারা যেন নিজেরা নি’জের পায়ে দাঁড়াতে পারে। নিজেদের জন্য কর্মসংস্থান সৃ’ষ্টি করতে পারে। শুধু দুই পাতা প’ড়েই চাকরির পেছনে ছোটাছুটি না ক’রে।’
যুবসমাজের আ’ত্মকর্মসংস্থান শুরু বা স্টার্ট আপের জ’ন্য মূলধন হিসেবে তাঁর স’রকার বাজেটে বরাদ্দ রেখেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আইসিটি ক্ষেত্রটা এখন সব থেকে আ’ধুনিক। সে জন্য সর’কার যুব’কদের প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ব্যবস্থা নিয়েছে।’ তিনি বলেন, ‘যুবসমাজকে বলছি, নিজেই নিজের কর্মসংস্থান ক’রতে হবে। আমিই ব’স হব, আমিই কাজ দেব। নি’জের মধ্যে যে শ’ক্তিটা আছে, সেটা কাজে লাগাতে হ’বে।’ সূত্র : বাসস।