শেরপুরে নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

Spread the love

শেরপু’রের শ্রীবরদী উপজেলার সিংগাবরনা ইউ’নিয়নের মধ্য মাটিফাটা গ্রা’মের আজাদ মিয়ার বাড়িতে অ’ভিযান চালিয়ে গাঁ’জা ও ফেনসিডি’লসহ শাহিনা আক্তার (৩৮) নামে এক মহিলা মাদক ব্যব’সায়ীকে গ্রেফতার করেছে শেরপুর জে’লা মাদক’দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার সকাল ৯টা’র দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালি’য়ে তার বাড়ি থেকে ৪ কেজি গাঁজা, ৩৮ বোতল ফেন’সিডিল ও ২ হা’জার ৮শ টাকাসহ তাকে গ্রেফতার করে হ’য়। এ ব্যাপারে থানায় মাদক আইনে মামলা হয়েছে।

জানা যায়, দীর্ঘ’দিন ধরে আজাদ মিয়া মাদক দ্রব্যের ব্যবসা ক’রছে। সোমবার সকালে গো’পন সংবাদ পেয়ে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক এনামূ’ল হক ও পরিদর্শক মোস্তাফিজু’র রহমানের নেতৃত্বে এ অভিযান পরি’চালনা করা হয়। এ’সময় আজাদ মিয়ার বস’ত ঘর থেকে ৪ কেজি গাঁ’জা, ৩৮ বোতল ফেনসিডিল ও মা’দক ক্রয় বিক্রয়ের ২ হাজার ৮শ টা’কা উদ্ধার ক’রে ও জড়িত থাকার অভিযোগে শাহিনা আ’ক্তারকে গ্রেফ’তার করে। তবে শাহিনার স্বামীকে পাওয়ায় যায়নি।

এ ঘ’টনার সত্যতা নিশ্চিত করে জেলা মাদ’ক দ্রব্য নিয়ন্ত্রণ অধি’দপ্তরের পরিদর্শক এ’নামূল হক জানান, এ ব্যা’পারে স্বামী স্ত্রী দু’জ’নের নামেই মাদক আই’নে মা’মলা হয়েছে।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »