ফরিদপুরে ১৮ দিন ধরে নিখোঁজ ভাই-বোন
অক্টোবর ০৯ ২০২০, ১৫:৫৭

ফরিদ’পুরে মাদ্রাসায় যাওয়া’র কথা বলে ‘ছোট ভাইকে নিয়ে বা’ড়ি থেকে বের হয়ে ১৮ দিন ধরে নি’খোঁজ রয়েছেন পিং’কি আক্তার (১৩) ও বিপ্ল’ব শেখ (১০)। পিংকি আক্তার শহরের অম্বি’কাপুরে অবস্থিত সাল’মান ফারসী মাদ্রাসার ৭ম শ্রেণির ছাত্রী ও বিপ্লব শেখ স্থানীয় ব্র্যাক স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র। দুই ভাই বোন নিখোঁ’জের ঘটনায় ফ’রিদপুর কোতয়ালী থানা’য় জি’ডি করা হয়ে’ছে।
জানা গেছে, নগরকা’ন্দার তালমা ইউনিয়’নের পিকুল শে’খের সাথে তার স্ত্রী বি’উটি বেগমের দীর্ঘ’দিন ধরে সু-সম্প’র্ক নেই। বর্তমা’নে বিউটি বেগম জর্ডা’নে রয়েছে। ফলে পি’কুল-বিউটি দম্প’ত্তির দুই ছেলে-মে’য়ে পিংকি আক্তার ও বিপ্লব শেখ দুজ’ন তাদের খালার বাসা অম্বি’কাপুরে থেকে পড়া’লেখা করতো। গত ২১ সে’প্টেম্বর বেলা ১১টার দিকে মাদ্রাসায় যাবা’র কথা বলে পিংকি তার ছো’ট ভাইকে নিয়ে বা’সা থেকে বের হয়। এর’পর তারা আর বাড়ি ফে’রেনি। পিংকির স্বজ’নেরা বিভিন্ন স্থা’নে খোঁজ করেও তাদে’র কোন স’ন্ধান পাননি। দুই শিক্ষা’র্থী ভাই-বোনের কোন স’ন্ধান পেলে ফরিদপু’র কোতয়ালী থানায় যো’গাযোগ করার জ’ন্য অনুরোধ জানি’য়েছেন থানার ভা’রপ্রাপ্ত কর্ম’কর্তা মোরশেদ আলম।