গাজীপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

Spread the love

গাজী’পুর সদর উপ’জেলার ভবানী’পুর এলা’কায় সড়ক দুর্ঘ’টনায় এক মোস্তফা ম’মিন (৩০) নামে এক মো’টরসাইকেল আ’রোহী নিহ’ত হয়েছেন। নি’হত মোস্তফা মমিন চট্ট’গ্রামের হালিশহর থানা এ’লাকার মৃ’ত ফজলুল হকের ছেলে। বু’ধবার (৭ অক্টোবর) স’ন্ধ্যায় উপজেলার গা’জীপুর-ময়মনসিংহ মহা’সড়কে এ দুর্ঘটনা ঘটে।

না’ওজোর হাইওয়ে পুলি’শ ফাঁড়ির ইনচার্জ পরি’দর্শক মো. মশিউর রহ’মান জানান, শ্রীপুর থেকে মো’টরসাইকেল যোগে ঢা’কার দিকে যাচ্ছি’লেন মোস্তফা মমি’ন। এ সময় ভবা’নীপুর এলাকায় পৌঁছা’লে তার মোটরসা’ইকেলটি নি’য়ন্ত্রণ হারিয়ে ম’হাসড়কে প’ড়ে যায়। এতে ঘট’নাস্থলেই মোস্ত’ফা মমিন মা’রা যান। খবর পে’য়ে পুলিশ ঘট’নাস্থল থেকে মর’দেহ উদ্ধার করে’ছে।

তি’নি আরও জানা’ন, মোস্ত’ফা মমিন একটি বা’য়িং হাউসে চা’করি করতেন। কাপড়ে’র সাম্প’ল আ’নার জন্য তি’নি শ্রীপুর গিয়েছি’লেন। সেখা’ন থেকে ফে’রার পথে এ দুর্ঘট’নার শি’কার হন তিনি। এ ব্যা’পারে আই’নি ব্যবস্থা প্রক্রি’য়াধীন রয়ে’ছে।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »