লক্ষাধিক নারীর ছবি থেকে পোশাক সরিয়ে পর্ন দৃশ্য বানানো হয়েছে
অক্টোবর ২৪ ২০২০, ০৪:৪৪
সারা বিশ্বের সামাজি’কমাধ্যম থেকে এক লাখেরও বেশি নারীর ছবি সংগ্রহ ক’রে সেগুলো দিয়ে ভুয়া নগ্ন ছবি তৈরি করা হচ্ছে এবং অনলাইনে তা শেয়ার করা হ’চ্ছে বলে এক রিপোর্টে জানা গেছে’।
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ব্যবহার ক’রে এসব ছবি থেকে নারী দেহের পোশাক সরিয়ে ফেলা হচ্ছে এবং মেসেজিং অ্যাপ টেলিগ্রামের মাধ্যমে এস’ব নগ্ন ছবি ছড়িয়ে দে’য়া হচ্ছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।
ইন্টেলিজেন্স কোম্পানি সেনসি’টির তৈরি এ রিপোর্টটি আরও জানাচ্ছে, এ’ব বিবস্ত্র নারীর অনেকেই অল্পবয়সী। কিন্তু যারা এসব করছে তারা প্রায়ই একে শু’ধুমাত্র ‘বিনোদন’ হিসেবে বর্ণনা করে’ থাকে।
তবে এধরনের একটি সফ’টওয়্যার পরীক্ষা করে ফলাফল আশানুরূপ হয়নি। কিন্তু সেন’সিটি দাবি করছে, ‘ডিপফেক বট’ নামে প্রযুক্তি ব্যবহার করে নারীদের নগ্ন বানানোর কা’জ চলছে।
ডিপফেক হলো- কম্পি’উটারে তৈরি এক ধরনের ছবি বা ভি’ডিও যা দেখলে ধরা যাবে না সেটি নকল। এ প্রযুক্তি ব্যবহার করে প্রায়ই সেলেব্রিটিদের নিয়ে ভু’য়া পর্ন’গ্রাফিক ভিডিও ক্লি’প তৈরি করা হয়।
তবে সেনসিটির প্রধান নি’র্বাহী জর্জিও পাত্রিনি বলছেন, সেলেব্রি’টিদের ছেড়ে সাধারণ মানুষের ছবি ব্যবহার করে ভুয়া ভিডিও কিংবা ছবি তৈরি করার ঝোঁক এ’খন বাড়ছে। সোশাল মিডিয়া অ্যা”কাউন্টে কারো একটি ছবি থাকলেই তাকে নিয়ে এ ধরনের ছবি তৈরি করা সম্ভব।
টেলিগ্রাম ডিপফেক বট:
মেসেজিং অ্যাপ টেলিগ্রা’মের প্রাইভেট মেসেজিং চ্যানে’লে একটি শক্তিশালী এআই বট (রোবট প্রোগ্রাম) ব্যবহার করা হয়। এর ব্যবহারকারীরা এই বটকে কোনো নারীর ছবি পাঠাতে পারে। এবং এআই ‘প্রযুক্তি ব্যবহার করে বটটি কয়েক মিনিটের মধ্যে ছবিতে ওই নারীর দেহ থেকে কাপড় সরি’য়ে ফেলতে পারে। এর জন্য টে’লিগ্রামের গ্রাহককে কোনো অর্থও দিতে হবে না।
এধরনের একটি অ্যাপ গত বছর বন্ধ ক’রে দেয়া হয়েছিল। কিন্তু এখন মনে করা হ’চ্ছে ঐ সফটওয়্যারের একটি ক্র্যাকড ভার্সন এখন আবার ব্যবহার করা হচ্ছে।
যে এই সেবাটি দিচ্ছে তার অ্যাডমিন, যি’নি নাম ব্যবহার করেন শুধু ‘পি’, তিনি ব’লছেন, ‘এসব আমি কেয়ার করি না। এটা হচ্ছে শুধুই বিনোদন, এবং এতে কানো কোন ক্ষ’তি করা হচ্ছে না। এটা দিয়ে কেউ কাউকে ব্ল্যাকমে’ইল করতে পারবে না। কারণ এসব ছবির মান বাস্তবসম্মত না ‘
তিনি আরও জানান, তাদের টিম যে ধর’নের ছবি শেয়ার করা হচ্ছে তার ওপর নজ’র রাখে। ‘যখন আমরা দেখতে পাই যে শিশুদের ছবি ব্যবহার করা হচ্ছে তখন আ’মরা ব্যবহারকারীকে চিরদিনের জ’ন্য ব্লক করে দেই।’
তিনি বলছেন, তবে কেউ যদি এসব ছবি অ’ন্যদের সাথে ব্যবহার করতে চায় সে’টা নির্ভর করছে কে ছবিটি তৈরি করেছে তার ওপর। যুদ্ধ, রোগবালা’ইসহ এমন অনেক কিছু ‘আছে যা বিশ্বের জন্য ক্ষতি’কর।
এই বিষয়ে টেলিগ্রামের সা’থে যোগাযোগ করা হলেও তারা কোনো ম’ন্তব্য করতে রাজি হয়নি।
সৌজন্য: বি’বিসি বাংলা।
































































































