ডিরেক্টর গিল্ডের ২১ বছরের পদর্পন
জুলাই ২৪ ২০২২, ১৩:১৩
তুষার ইমরান, বিনোদন প্রতিবেদকঃ
গতো ২৩ জুলাই ২০২২ জাতীয় চিত্রশালায় হয়ে গেলো (টেলিভিশন ড্রামা ডিরেক্টরস অর্গানাইজেশন) ডিরেক্টর গিল্ড। আজ ছিলো বার্ষিক সাধারণ সভা।
নাটক নির্মাণ সংশ্লিষ্ট সকলের সাথে সৌহার্দ পূর্ণ সম্পর্ক রেখে পেশা দারিত্ব উন্নয়নের লক্ষ্যে বিগত ১০ জুলাই ২০০২ সালে টেলিভিশন মিডিয়া নির্মাতা কেন্দ্রিক এই সংগঠন টি যাত্রা শুরু করে। দেখতে দেখতে ডিরেক্টর গিল্ড ২১ বছরে পদর্পন করলো।
কি ভাবে সংগঠন আরও কার্যকর ভুমিকা পালন করতে পারে এবং ডিরেক্টরদের বিভিন্ন সুবিধা অসুবিধা সহ নানা বিষয় নিয়ে মতামত বিনিময় করা হয় আজকের সভায়। গতো এক বছরে নতুন কমিটি টিভি নাটকের নির্মাতাদের জন্য কি কি কার্যকর ভুমিকা পালন করেছে এই বিষয় গুলোও তুলে ধরা হয়েছে।
এছাড়াও সভাপতি সালাউদ্দিন লাভলু ও সাধারণ সম্পাদক এস এম সাগর সংগঠনের স্বার্থে বেশ কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, যা বাস্তবায়নে কমিটি কাজ করে যাবে বলেও তাহারা আশ্বাস দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মামুনুর রশীদ, গাজী রাকায়াত, অনন্ত হিরা, ডিরেক্টর গিল্ডের সাধারণ সম্পাদক এস এম সাগর সভাপতি সালাউদ্দিন লাভলু, কার্যনির্বাহি কমিটির সকল সদস্য বৃন্দ সহ সাধারন সদস্য নির্মাতা গন।