আইন ধনীদের কথা মানে, আর গরিবদেরকে আইন মেনে চলতে হয়

Spread the love

আজকের ঝলক

আইন ধনীদের কথা মানে, আর গরিবদেরকে আইন মেনে চলতে হয়

আইন ধনীদের কথা মানে, আর গরিবদেরকে আইন মেনে চলতে হয়।’ গতকাল জনপ্রিয় তামিল টিভি চ্যানেল সান টিভিতে মুক্তি পেলো ’ভেল্লাই ইয়ানাই’ সিনেমাটা। প্রযুক্তির কল্যাণে আজই দেখার সুযোগ পেলাম, ঢাকায় বসেই। ব্যাংক থেকে ঋণ নিয়ে বিপদে পড়ে যাওয়া একদল দরিদ্র-প্রান্তিক কৃষকের গল্প নিয়েই এই সিনেমা। ব্যাংকের একটি শাখার বেশ কিছু ঋণ অনাদায়ী, আদায় করার চাপ দিলে ব্যাংকের শাখা প্রধান ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানালেন- এলাকার প্রভাবশালী আর রাজনৈতিক নেতার কাছেই খেলাপী ঋণের ৬০-৭০%। কর্মকর্তা আদেশ দিলেন- ’না, প্রভাবশালীদের খেলাপী ঋণ আদায়ের চেষ্টা করা যাবে না! তাই কৃষিঋণ আদায়ে জোর দিন, বিশেষ করে গরিব কৃষকদেরকে ঋণ শোধে চাপ দিন! সেই চাপে হত দরিদ্র কৃষককে আত্মহত্যা পর্যন্ত করতে হলো।
গ্রাম ছাড়া হলেন অনেকে। অথচ খরায় বেশ কয়েক বছর ফসল নেই, পাচ্ছেন না ন্যায্য মূল্যও। কিন্তু ঋণ শোধ করতেই হবে! কৃষকের সঙ্গে ব্যাংকের মধ্যস্থতা করার দায়িত্ব যে নেতা নেন, তিনিও একই ব্যাংক শাখার বড় খেলাপী! কিন্তু ব্যাংক তাঁকে সমীহ করে চলে! দম্ভ ভরে সেই নেতার তাই উক্তি: আইন ধনীদের কথা মানে, আর গরিবদেরকে আইন মেনে চলতে হয়!
ভেল্লাই ইয়ানাই মানে হলো সাদা হাতি। কৃষকদেরকে সাদা হাতির সঙ্গে তুলনা করে সরকারি এক কর্মকর্তা দারুণ একটা মন্তব্য করেন সিনেমাটিতে: কৃষকরা যদি সবাই এক হয়, তাহলে সবাই তাঁদের কথা শুনতে বাধ্য, এক হলে নিজেরাই তাঁরা নিজেদের সমস্যা সমাধান করতে পারে। নিজের শক্তি সমন্ধে ধারণা না থাকলে তো অন্যের দয়া ভিক্ষা করতেই হয়!
আইন ধনীদের কথা মানে, আর গরিবদেরকে আইন মেনে চলতে হয়।’ গতকাল জনপ্রিয় তামিল টিভি চ্যানেল সান টিভিতে মুক্তি পেলো ’ভেল্লাই ইয়ানাই’ সিনেমাটা। প্রযুক্তির কল্যাণে আজই দেখার সুযোগ পেলাম, ঢাকায় বসেই। ব্যাংক থেকে ঋণ নিয়ে বিপদে পড়ে যাওয়া একদল দরিদ্র-প্রান্তিক কৃষকের গল্প নিয়েই এই সিনেমা। ব্যাংকের একটি শাখার বেশ কিছু ঋণ অনাদায়ী, আদায় করার চাপ দিলে ব্যাংকের শাখা প্রধান ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানালেন- এলাকার প্রভাবশালী আর রাজনৈতিক নেতার কাছেই খেলাপী ঋণের ৬০-৭০%। কর্মকর্তা আদেশ দিলেন- ’না, প্রভাবশালীদের খেলাপী ঋণ আদায়ের চেষ্টা করা যাবে না! তাই কৃষিঋণ আদায়ে জোর দিন, বিশেষ করে গরিব কৃষকদেরকে ঋণ শোধে চাপ দিন! সেই চাপে হত দরিদ্র কৃষককে আত্মহত্যা পর্যন্ত করতে হলো।

সংকলনে : মুজিবুল হক মুনির ।

 

আরো পড়ুন চার পুলিশ সাময়িকভাবে বরখাস্ত হলে আইনজীবিদের কর্মসূচী প্রত্যাহার

ভিডিও দেখুন https://www.youtube.com/channel/UCLt1AwnVh1Q9dsTTZynOtNw



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »