ধনী দেশগুলোর বর্তমান ভূমিকার সমালোচনা কক্সবাজার নাগরিক সমাজের: ২২ অক্টোবর দাতা সম্মেলনের প্রাক্কালে রোহিঙ্গা প্রত্যাবর্তনের প্রচেষ্টা জোরদার করার আহবান

রোহিঙ্গা সংকট ব্যবস্থাপনায় যৌথ নেতৃত্বাধীন একক কর্তৃপক্ষ এবং স্থানীয়দের অংশগ্রহণ থাকতে হবে

Print

Spread the love

রোহিঙ্গাসংকটব্যবস্থাপনায় যৌথ নেতৃত্বাধীন একক কর্তৃপক্ষএবংস্থানীয়দেরঅংশগ্রহণ থাকতেহবে

ধনী দেশগুলোরবর্তমানভূমিকারসমালোচনাকক্সবাজারনাগরিকসমাজের: ২২ অক্টোবর দাতা সম্মেলনেরপ্রাক্কালে রোহিঙ্গা প্রত্যাবর্তনের প্রচেষ্টা জোরদারকরার আহবান’

কক্সবাজার ও ঢাকা, ২০ অক্টোবর ২০২০।রোহিঙ্গাসংকট মোকাবেলায়কর্মরত ৫০ টিরওবেশিসিএসওএনজিওর নেটওয়ার্ক কক্সবাজারসিএসওএনজিও ফোরাম (সিসিএনএফ) রোহিঙ্গা সংকট মোকাবেলায় তহবিলব্যবস্থাপনায় স্থানীয়সরকার, স্থানীয়সিএসও, রোহিঙ্গা প্রতিনিধি, আরআরআরসি, জেলাপ্রশাসকএবংআইএসসিজি’রঅংশগ্রহণ সমৃদ্ধ একটি একক কর্তৃপক্ষের দাবিপুনর্ব্যাক্ত করেছে। আগামী ২২ অক্টোবর যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, জাতিসংঘএবংজাপানের উদ্যোগেঅনুষ্ঠিতব্য দাতা সম্মেলনেরপ্রাক্কালেআয়োজিত এই ভার্চুয়ালসংবাদ সম্মেলনে সিসিএনএফ নেতৃবৃন্দ দাতা ও উন্নতদেশগুলিরবর্তমানভূমিকারসমালোচনাকরেরোহিঙ্গা শরণার্থীদেরঅনতিবিলম্বে মায়ানমারেফিরিয়ে নেওয়ারধনী দেশ ও জাতিসংঘের উদ্যোগ ও প্রচেষ্টাকেদ্বিগুণ জোরদারকরার আহŸানজানান।
সংবাদ সম্মেলনটিসঞ্চালনাকরেনসিসিএনএফ’র কো চেয়ারএবং কোস্ট ট্রাস্টেরনির্বাহীপরিচালকরেজাউলকরিমচৌধুরী। এতে বক্তৃতাকরেন-টেকনাফউপজেলার হ্নীলাইউনিয়নপরিষদ চেয়ারম্যানরাশেদ মোহাম্মদআলী, সিসিএনএফ’র কো চেয়ার, পালস’রনির্বাহীপরিচালকএবংকক্সবাজারচেম্বার অফ কমার্স অ্যান্ডইন্ডাস্ট্রিজসভাপতিআবুমোর্শেদ চৌধুরীএবংমুক্তি কক্সবাজারেরপ্রধাননির্বাহীবিমল দে সরকার, আইডিএফনির্বাহীপরিচালকজহিরুলআলম (চট্টগ্রাম), হেল্পকক্সবাজারেরনির্বাহীপরিচালকআবুলকাশেম (উখিয়া) অগ্রযাত্রা’রসভাপতিনীলিমা আক্তার চৌধুরী (কক্সবাজার) এবংসিসিএনএফসদস্য সচিবজাহাঙ্গীর আলম।
রাশেদ মোহম্মদ আলীবলেন, ‘স্থানীয়জনগোষ্ঠীরপ্রতিসংশ্লিষ্টদেরমনোযোগরয়েছে, কিন্তু নাফনদীতে মাছধরেজীবিকানির্ভাহকরা জেলেসম্প্রদায় এখনো সেখানেমাছধরতেনা পেরেমানবেতরজীবনকাটাচ্ছে।’ তিনি স্থানীয়দেরজন্য আসাসহায়তারপূর্ণ স্বচ্ছতারআহ্বানজানান।
আবুমোর্শেদ চৌধুরীবলেন, দীর্ঘদিনথেকে সিসিএনএফ স্থানীয়সিএসও / এনজিওগুলিরবিকাশেরজন্য পুলফান্ডএবং গ্র্যান্ডবার্গেইনেরআলোকেপ্রত্যক্ষ অর্থায়নেরঅনুরোধকরেআসছে, জাতিসংঘএজেন্সিগুলিরনেতৃত্বে প্রণীতস্থানীয়করণটাস্ক রিপোর্টেওউল্লেখকরাহয়েছিলো, কিন্তু এরবাস্তবায়নবিলম্বিত হচ্ছে। ২০১৮ থেকে সিসিএনএফ যৌথসাড়াদানপরিকল্পনাকে (জেআরপি) নিরাপত্তা ও সংঘাতপ্রতিরোধে গুরুত্ব দেওযারপরামর্শ দিয়েএসেছে।’ রোহিঙ্গা শিবিরগুলিতে সাম্প্রতিকসহিংসতারপ্রেক্ষাপটেতিনিশান্তিপ্রতিষ্ঠায়স্থানীয়সরকারএবং স্থানীয়সিএসও-র অংশগ্রহণ নিশ্চিতকরারঅনুরোধকরেন।
জহিরুলআলমবলেন, ‘রোহিঙ্গা ইস্যুরমতো, জলবায়ুপরিবর্তনেরজন্যওবাংলাদেশ দায়িনাহয়েও এই সমষ্যাগুলোতে দেশটিকেভুগতে হচ্ছে।’তিনি দাতাদেশসমূহকে রোহিঙ্গা মানবিকসসংকটেরপাশাপাশিবাংলাদেশেরঅন্যান্য সমস্যাসমাধানেওএগিয়েআসারআহŸানজানান। একমাত্র টেকসইসমাধানহিসেবে রোহিঙ্গাদের মায়ানমারেফিরিয়ে নেওয়ারজন্য ধনী ও দাতা দেশগুলোরপ্রচেষ্টাদ্বিগুণকরতেহবেবলেতিনিঅভিমতপ্রকাশকরেন।
বিমল দে সরকারবলেন, রোহিঙ্গাদের জন্য এখনপর্যন্ত ২.৬৩ বিলিয়নডলারসহায়তাএসেছে, এই পরিমাণটিকেহিসাবকরলেপ্রতিমাসেপ্রতিটিরোহিঙ্গা পরিবারের জন্য বরাদ্দএসেছেপ্রায় ৪২৩ ডলার, সমীক্ষায় দেখা গেছে যে, মোটসহায়তারমাত্রএক তৃতীয়াংশ প্রত্যক্ষ সেবাহিসেবে রোহিঙ্গাদের কাছে পৌঁছেছে।’তিনিজাতিসংঘএবংআইএনজিওভালকাজগুলোরপ্রশংসাকরেন, কিন্তু অর্থ সহায়তার স্বচ্ছতারঅভাবেজনমনে বিভ্রান্তিরয়েছেবলেমন্তব্য করেন।
জাহাঙ্গীর আলম কোভিড ১৯ মোকাবেলায়জাতিসংঘ, বিশেষকরেইউএনএইচসিআরএবংআইওএম-এরভূমিকারপ্রশংসাকরেন। তিনিবলেন, ‘প্রাপ্ত অর্থ সহায়তারকার্যকরব্যবহারনিশ্চিতকরতেসরকারএবংজাতিসংঘের যৌথ নেতৃত্বাধীনএকটি একক কর্তৃপক্ষ থাকতেহবে।’
নীলিমা আক্তার চৌধুরীআইএসসিজিতে(ইন্টার সেকটোরাল কোঅর্ডিনেশনগ্রæপ) স্থানীয়সরকারএবংসিএসও / এনজিওগুলিরঅংশগ্রণেরপূর্ণ সুযোগ তৈরিরঅনুরোধকরেন।
জনাবআবুলকাশেমবলেনযে, স্থানীয় অংশীজনএবংএবং রোহিঙ্গা প্রতিনিধিদেরঅংশগ্রহণেসিদ্ধান্তগ্রহণপ্রক্রিয়ায়‘নিচ থেকে উপরেযাওয়ারবা‘বটম-আপ’পদ্ধতিগ্রহণকরতেহবে।

সংবাদ বিজ্ঞপ্তি, ঢাকা, ২০ অক্টোবর ২০২০।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »