‘জহির রায়হানের জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনা
আগস্ট ২০ ২০২১, ১৬:১৮
ক্যাম্পাস প্রতিবেদক: ইসলামী বিশ্ববিদ্যালয়ের সামাজিক ও সাহিত্য বিষয়ক সংগঠন ‘সাহিত্য সম্ভার’র উদ্যোগে “জহির রায়হানের জীবন ও কর্ম” শীর্ষক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জহির রায়হানের জন্ম-দিবস উপলক্ষে বৃহস্পতিবার রাত ৮টায় অনলাইনে এই আয়োজন করা হয়।
সংগঠনটির সাধারণ সম্পাদক মো: নাজমুচ্ছাকিবের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী মেহেদি হাসান। এসময় আলোচক জহির রায়হানের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, জহির রায়হানের ‘একুশে ফেব্রুয়ারী’ উপন্যাসটি একটা বায়োগ্রাফি। কেননা তিনি ভাষা আন্দোলনে সরাসরি উপস্থিত ছিলেন।
এছাড়াও জহির রায়হানের বড় ভাই শহিদুল্লাহ কায়সারের লেখা ও দুই ভাই এর লেখার মাঝে সাদৃশ্য বৈসাদৃশ্য নিয়ে আলোচনা করা হয়। সর্বশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করা হয়।