দ্বিগুণ বাড়ল করোনায় মৃত্যু

ডিসেম্বর ২৩ ২০২০, ২৩:৫৯

Spread the love

 ২৩ ডিসেম্বর (বুধবার)-এর আপডেট

 গত ২৪ ঘণ্টায়   মোট
 শনাক্ত  ১৩৬৭  ৫০৪৮৬৮
 মৃত্যু  ৩০  ৭৩৫৯
 সুস্থ  ২৪১৬  ৪৪৪৩৪৫
 পরীক্ষা  ১৫৯৩২  ৩১২২৪২৬

একদিনে করোনা কেড়ে নিল আরও ৩০ জনের প্রাণ। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ হাজার ৩৫৯। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৩৬৭ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ নিয়ে দেশে মোট করোনা রোগী শনাক্ত হলো ৫ লাখ ৪ হাজার ৮৬৮ জন।
দেশে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনা ভাইরাসে মৃত্যু প্রায় দ্বিগুণ বেড়ে গেছে।

বুধবার (২৩ ডিসেম্বর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এ দিন সুস্থ হয়েছেন ২ হাজার ৪১৬ জন। মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৪৪ হাজার ৩৪৫ জন।

এর আগে মঙ্গলবার (২২ ডিসেম্বর) দেশে আরও ১ হাজার ৩১৮ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরও ১৭ জন।

গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »