৫৪ ধারা; কী ?

ডিসেম্বর ৩০ ২০২০, ১৩:১৭

Spread the love

৫৪ ধারা

 

পুলিশ নিবর্ণিত ৯টি ক্ষেত্রে কোনো ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে। অন্যথায় পুলিশকেও গ্রেফতারের কারণ ব্যাখ্যা করতে হবে।

১. কোনো আমলযোগ্য অপরাধের সঙ্গে জড়িত আছে বলে যুক্তিসঙ্গত সন্দেহ থাকলে,
২. আইনসঙ্গত কারণ ব্যতীত ঘর ভাঙ্গার সরঞ্জাম হেফাজতে থাকলে,
৩. আইন অনুসারে বা সরকার কর্তৃক যাকে অপরাধী ঘোষণা করা হয়েছে,
৪. চোরাই মাল সঙ্গে থাকলে,
৫. পুলিশকে তার কাজে বাধা প্রদান করলে বা আইনসঙ্গত হেফাজত থেকে পলায়ন করলে বা পলায়নের চেষ্টা করলে,
৬. সশস্ত্রবাহিনী থেকে পলায়ন করলে,
৭. বাংলাদেশের বাইরে বাংলাদেশের আইনে আমলযোগ্য অপরাধ করলে,
৮. মুক্তিপ্রাপ্ত আসামি ৫৬৫ (৩) ধারা ভঙ্গ করলে,
৯. কাউকে গ্রেফতারের জন্য অনুরোধ থাকলে।

ছবিটিতে শিক্ষক জানতে চেয়েছেন উপরোক্ত ৯টি কারণে তাকে গ্রেফতার করা হয়েছে কি না। এই ৯টি কারণ ছাড়া গ্রেফতার করতে হলে পুলিশকে গ্রেফতারি পরোয়ানা প্রদর্শন করতে হবে। তিন ঘন্টার মধ্যে গ্রেফতারের কারণ জানাতে পুলিশ বাধ্য। প্রত্যেক মানুষের গ্রেফতার হওয়ার কারণ জানার অধিকার রয়েছে এবং পুলিশের পরিচয় পত্র চাইতে পারে।
এই বিষয়গুলো জানা না থাকলে যে কোন ব্যক্তি আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হতে পারেন। অনেক সময় খারাপ উদ্দেশ্য নিয়ে পুলিশ গ্রেফতার করতে পারে, এ বিষয়গুলো জানা থাকলে অভিভাবকগণ সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেফতারের কারন জানার জন্য আগ্রহী হবে। যে কেউ গ্রেফতার হলে গ্রেফতারের কারণ জেনে নেয় উচিত।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »