ভালুকায় গলা কাটা লাশ উদ্ধার
অক্টোবর ১২ ২০২০, ০০:৫৪

ময়ম’নসিংহের ভালুকা উপজেলায় রব্বানী (১২) নামে’র এক মাদ্রাসা ছা’ত্রের গলা কাটা লাশ উ’দ্ধার করেছে পুলিশ। রবিবার স’ন্ধ্যায় উপজেলার হবিরবাড়ী ইউ’নিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জামির’দিয়া সরকারি প্রাথমিক বিদ্যা’লয়ের পেছন থেকে গ’লা কাটা ওই শি’ক্ষার্থীর লাশ উ’দ্ধার করা হয়।
নি’হত রব্বানী শেরপুর জেলার না’লিতাবাড়ী উপজেলার যো’গানীয়া ইউনিয়নের কা’পাসিয়া গ্রামের শফি’কুল ইসলামের ছেলে। সে জামি’রদিয়া আইনুল উলুম দাখিল মাদ্রা”সার ষষ্ঠ শ্রেণিতে পড়তো।
পুলিশ ও স্থানীয় সূত্রে জা’না যায়, ভালুকা উপজেলার হ’বিরবাড়ী ইউনিয়নের ৪ নম্বর ওয়া’র্ডের জামিরদিয়া মোড়ে শফি’কুল ইসলাম রে’ডিও টেলিভিশনের মেকানিক করে এবং তার ‘স্ত্রী হেনা আক্তার জামিরদিয়া অরিয়ন মি’লে চাকরি করে।
নিহ’তের মা হেনা আক্তার জানায়, দুপুর ১টার দিকে রব্বানী বা’সা থেকে চাবি নিয়ে বের হয়ে আসে। পরে তা’কে আর পাওয়া যাচ্ছিল না। এরপর হোসেন আ’লী সরকার একাডেমি ও জামিরদিয়া সরকারি প্রা’থমিক বিদ্যালয়ের পেছনে রব্বানীর গ’লা কাটা লাশ এলাকার ‘লোকজন দেখতে পেয়ে ভালুকা মডেল থানার পুলিশকে খ’র দেয়। খবর পেয়ে ভালুকা মডেল থানার পু’লিশ ঘট’নাস্থলে পৌঁছে গলা কাটা লা’শ উদ্ধার করে।
নি’হতের মা তার ছেলে খুন হয়ে’ছে বলে খবর পেয়ে ছে’লের লা’শ শনাক্ত করে।
ভালু’কা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো’হাম্মদ মাইন উদ্দিন জানান, নিহ’তের লা’শ উদ্ধার করা হয়েছে। লা’শটি ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডি’কেল কলেজ হাসপাতালে পাঠানো হয়ে’ছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হ’চ্ছে, এটি একটি পরি’কল্পিত হ’ত্যাকাণ্ড। এ ব্যাপারে ত’দন্তের পর বিস্তারিত জা’না যাবে। মামলার প্র’স্তুতি চলছে বলে তি’নি জানিয়েছেন এই ক’র্মকর্তা।